নাগরিকত্ব আইন বিল পাস হওয়ার পরেই কলকাতাসহ পশ্চিমবঙ্গের নানা জায়গা দিল্লি, গুয়াহাটি, পুনে, ব্যাঙ্গালুরুতে বিক্ষোভ অবরোধের সামিল হয়েছে, হাজার হাজার মানুষ। পথ অবরোধ হয়েছে, হয়েছে রেল অবরোধ ও।
লালকেল্লার সামনে জারি হয়েছে ১৪৪ ধারা এবং শয়েশয়ে মানুষ সামিল হয়েছেন এই বিক্ষোভ। রাস্তা আটকে ব্যারিকেড করা হচ্ছে।শুধু রাস্তায় নয়, জামা মসজিদ, চাঁদনী চক এর কাছে মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে। যার ফলে তীব্র নাকাল হচ্ছেন নিত্যযাত্রীরা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : নাগরিকত্ব আইনের প্রতিবাদ, দিল্লিতে জারি হলো ১৪৪ ধারা, বন্ধ ১৬ টি মেট্রো স্টেশন ও মোবাইল পরিষেবা
আজ বৃহস্পতিবার অন্যান্য ব্যস্ততম দিনগুলোর মধ্যে আজও একটি ব্যস্ততম দিন। স্কুল, কলেজ, অফিস আদালত আজকে সবই খোলা। তাই এমন একটি ব্যস্ততম দিনে রাস্তায় রাস্তায় ব্যারিকেড আর মেট্রো বন্ধ হওয়ার ফলে, নিত্য যাত্রীদের ভোগান্তির শেষ নেই। তীব্র যানজটে তারা প্রায় স্তব্ধ হয়ে রয়েছে।