Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সরকারি নির্দেশে মোবাইল পরিষেবা বন্ধ করলো দিল্লী সরকার

নতুন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদে উত্তপ্ত জাতীয় রাজধানী দিল্লী। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে, সরকারের তরফ থেকে এবার কয়েকটি জায়গায় মোবাইল ফোন অপারেটরদের ভয়েস, ডেটা এবং ইন্টারনেট পরিষেবা স্থগিত করতে বলা হয়েছে।…

Avatar

নতুন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদে উত্তপ্ত জাতীয় রাজধানী দিল্লী। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে, সরকারের তরফ থেকে এবার কয়েকটি জায়গায় মোবাইল ফোন অপারেটরদের ভয়েস, ডেটা এবং ইন্টারনেট পরিষেবা স্থগিত করতে বলা হয়েছে।

সুত্র থেকে জানা গেছে বৃহস্পতিবার কয়েকজন এয়ারটেল পরিষেবা গ্রাহক মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে না পারায় তারা অভিযোগ করে এবং প্রতিক্রিয়া হিসেবে এয়ারটেল কর্তৃপক্ষ জানায়, “আমরা দিল্লির কয়েকটি অঞ্চলে ভয়েস, এসএমএস এবং ডেটা স্থগিত করার জন্যে সরকারী কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া নির্দেশ মেনে চলছি। স্থগিতের আদেশগুলি প্রত্যাহার করার পরে, আমাদের পরিষেবাগুলি পুরোপুরিভাবে চালু হবে। অসুবিধার জন্য আমরা দুঃখিত।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

পরিষেবা বন্ধ হয়েছে উত্তর ও কেন্দ্রীয় জেলার ওয়াল্ড সিটি এলাকা, মান্দি হাউস, সিলামপুর, জাফরবাদ মোস্তফাবাদ, জামিয়া নগর এবং শায়ানবাগ এইসব এলাকায়।ভোডাফোনও জাতীয় রাজধানীর কিছু অংশে পরিষেবা বন্ধ করে দিয়েছে। “আমরা আপনাদের জানাতে চাই যে সরকারী নির্দেশনা অনুসারে পরিকল্পিত ভাবে পরিষেবা বন্ধ করা হয়েছে। সংস্থা কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশ প্রাপ্তির সাথে সাথেই এটি সংশোধন করা হবে। আমরা এর জন্য আপনারদের ধৈর্য ও সহযোগিতার প্রশংসা করি।” সংস্থাটি তার গ্রাহকদের টুইটারে জানিয়েছেন।

আরও পড়ুন : নাগরিকত্ব আইনের প্রতিবাদ, দিল্লিতে জারি হলো ১৪৪ ধারা, বন্ধ ১৬ টি মেট্রো স্টেশন ও মোবাইল পরিষেবা

এছাড়া চার বা ততোধিক লোকের জমায়েত নিষিদ্ধ করার জন্য দিল্লী পুলিশ লাল কেল্লার আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ করার জন্য যেখানে নিষেধাজ্ঞাগুলি অস্বীকার করা এবং মার্চ বের করার চেষ্টা করার সময় অনেক প্রতিবাদকারীকে লাল দুর্গের কাছে দিল্লি পুলিশ আটক করেছিল। আটকদের মধ্যে স্বরাজ্য অভিযানের প্রধান যোগেন্দ্র যাদবও ছিলেন।

যাদব টুইট করে জানান, “আমাকে সবেমাত্র লাল কেল্লা থেকে আটক করা হয়েছে।ইতিমধ্যে প্রায় এক হাজার প্রতিবাদকারীকে আটক করেছে পুলিশ। আমায় বলা হয়েছে যে আমাদের বাওয়ানে নিয়ে যাওয়া হচ্ছে।”

দিল্লি পুলিশ প্রতিবাদের জন্য বিক্ষোভকারীদের নির্ধারিত জায়গায় যেতে অনুরোধ করেছে। পুলিশ উপ-কমিশনার মনদীপ সিং রন্ধাওয়া বলেন, “প্রতিবাদকারীদের বিক্ষোভের জন্য নির্ধারিত জায়গায় পৌঁছে দেওয়ার অনুরোধ করছি। যেখানে সেখানে বিক্ষোভ করলে সাধারন মানুষ সমস্যার মুখোমুখি হয় এবং অনেক জরুরি পরিষেবা ক্ষতিগ্রস্ত হয়।”

About Author