Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

করোনার উপসর্গ নিয়ে এবার আইসোলেশনে অরবিন্দ কেজরিওয়াল, আগামীকাল কোভিড টেস্ট

করোনা ভাইরাসের উপসর্গ দেখা গিয়েছে খোদ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। খুব শীঘ্রই করোনা পরীক্ষাও করা হবে। বর্তমানে চিকিৎসকদের পরামর্শ মেনে তিনি নিজেকে আইসোলেশনে রেখেছেন। সূত্র মারফত জানা গেছে, রবিবার বিকেল…

Avatar

করোনা ভাইরাসের উপসর্গ দেখা গিয়েছে খোদ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। খুব শীঘ্রই করোনা পরীক্ষাও করা হবে। বর্তমানে চিকিৎসকদের পরামর্শ মেনে তিনি নিজেকে আইসোলেশনে রেখেছেন। সূত্র মারফত জানা গেছে, রবিবার বিকেল থেকে তাঁর জ্বর-কাশির উপসর্গ দেখা গিয়েছে।

জানা গিয়েছে, মঙ্গলবার তাঁর করোনা পরীক্ষা করা হবে। তাই একদিন তাঁকে আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তাই এখন তিনি নিজেকে আলাদা রেখেছেন বলেই জানা গেছে। রবিবার তিনি অনলাইন বার্তায় জানিয়েছেন যে আগামীদিনে করোনা ভাইরাসের চিকিৎসার জন্য হোটেল ও ব্যাঙ্কোয়েটকে হাসপাতাল হিসাবে ব্যবহার করা হতে পারে, তাই দিল্লিতে এগুলি বন্ধ থাকবে। তিনি আরও জানিয়েছেন যে কেন্দ্রের গাইডলাইন মেনে সোমবার থেকে শপিং মল, রেস্তোরাঁ এগুলি খুলে যাচ্ছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এর আগে কেজরিওয়াল বয়স্কদের বেশি সতর্ক থাকতে বলেছেন। তাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছেন। দিল্লিতে ক্রমাগত করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। দিল্লি সরকার প্রত্যেক নাগরিককে সামাজিক দূরত্বতা বজায় রাখতে বলেছেন আর মাস্ক পড়তে ও অন্যান্য নিয়মবিধি অবশ্যই মানতে বলেছেন।

About Author