Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

স্বামীকে চুমু দিয়ে অন্য পুরুষের কাছে যান অভিনেত্রী দীপিকা, মুহূর্তে ভাইরাল ভিডিও

অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও অভিনেতা রণবীর সিং-এর রসায়ন বলিউডের অন্যতম চর্চার বিষয়। দীপিকার বিরুদ্ধে যখন বলিউডের মাদকচক্রে যুক্ত থাকার অভিযোগ উঠেছিল, তখনও রণবীর আদর্শ স্বামী হিসেবে স্ত্রী দীপিকার পাশে থেকেছেন।…

Avatar

অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও অভিনেতা রণবীর সিং-এর রসায়ন বলিউডের অন্যতম চর্চার বিষয়। দীপিকার বিরুদ্ধে যখন বলিউডের মাদকচক্রে যুক্ত থাকার অভিযোগ উঠেছিল, তখনও রণবীর আদর্শ স্বামী হিসেবে স্ত্রী দীপিকার পাশে থেকেছেন। মাদক মামলা থেকে মুক্ত হয়ে রণবীর ও দীপিকা ছুটি কাটাতে গোয়া গিয়েছিলেন। সম্প্রতি গোয়া থেকে ফিরে ধর্মা প্রোডাকশনের প্রযোজনায় পরিচালক সকুন বাত্রার নতুন ফিল্মের শুটিং শুরু করলেন দীপিকা। দীপিকার সঙ্গে এই ফিল্মে অভিনয় করছেন অনন্যা পান্ডে ও সিদ্ধান্ত চতুর্বেদী।

এই মুহূর্তে ফিল্মের শুটিং শুরু হয়েছে আলিবাগে। দীপিকা আলিবাগ রওনা হওয়ার আগে মুম্বইয়ের তাজমহল প‍্যালেস হোটেলে তাঁকে ছাড়তে এলেন রণবীর সিং। দীপিকা আলিবাগ যাওয়ার আগে একান্তে কিছুটা সময় কাটালেন দীপিকা ও রণবীর। এইসময় দীপিকা রণবীরের কাঁধে ছোট্ট একটি গুডবাই কিস দেন। এই মুহুর্তটি ধরা পড়ে যায় পাপারাৎজিদের ক্যামেরায়। ক্রমশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় দীপিকা-রণবীরের এই একান্ত মুহূর্তটি। এই ছবিতে দীপিকার পরনে ছিল হোয়াইট ট‍্যাঙ্ক টপ ও কালো ট্রাউজার্স। রণবীরের পরনে ছিল প্রিন্টেড ট‍্র‍্যাক ‍স‍্যুট এবং ‘রণবীর স্পেশ‍্যাল’ সাদা বর্ডার দেওয়া সানগ্লাস। করোনা বিধি মেনে দীপিকা ও রণবীর দুজনেই মুখে মাস্ক পরেছিলেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এরপর হোটেল থেকে দীপিকা ও সিদ্ধান্ত একটি সাদা স্পিডবোটে রওনা দেন আলিবাগের উদ্দেশ্যে। সকুন বাত্রার এই ফিল্মটি একটি হালকা মেজাজের আবেগঘন ফিল্ম বলে জানিয়েছেন দীপিকা। এর আগে এই ফিল্মটির শুটিং শুরু হয়েছিল গোয়ায়। কিন্তু সেই সময় বলিউড মাদক মামলায় দীপিকাকে এনসিবি তলব করে মুম্বইতে। মাঝপথে শুটিং ছেড়ে মুম্বই ফিরে আসেন দীপিকা। কিছুদিনের বিরতি নেওয়ার পর সকুন বাত্রা আবার ফিল্মের শুটিং শুরু করেছেন। ফিল্মটি মুক্তি পাবে আগামী বছর।

About Author