Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Deepika Padukone: অস্কারের মঞ্চে কালো গাউনে নজর কাড়লেন দীপিকা পাডুকোন, চোখ এড়ালো না ঘাড়ের ট্যাটুও

২০২৩-এর অস্কারের মঞ্চে ভারতের জয়জয়কার। এসএস রাজামৌলি পরিচালিত 'আরআরআর' ছবির 'নাতু নাতু' গানটি অস্কারের মঞ্চে সেরা মৌলিক গানের পুরস্কার জিতে ইতিহাস তৈরি করেছে। এখন সেই নিয়েই শোরগোল গোটা দেশ জুড়ে।…

Avatar

২০২৩-এর অস্কারের মঞ্চে ভারতের জয়জয়কার। এসএস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’ ছবির ‘নাতু নাতু’ গানটি অস্কারের মঞ্চে সেরা মৌলিক গানের পুরস্কার জিতে ইতিহাস তৈরি করেছে। এখন সেই নিয়েই শোরগোল গোটা দেশ জুড়ে। তবে শুধু ‘নাতু নাতু’ নয় অস্কারের মঞ্চে ছিল আরো এক চমক। এবার এই মঞ্চে আকর্ষণীয় সাজেই উপস্থিত থাকতে দেখা গিয়েছিল বলিউডের অন্যতম প্রথম সারির ডিভা দীপিকা পাডুকোনকে। খুব স্বাভাবিকভাবেই যা অত্যন্ত গর্বের ভারতীয়দের জন্য।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি অস্কারের মঞ্চে দীপিকা পাডুকোনের লুক রীতিমতো নজর কেড়ে নিয়েছে সকলের। এদিন ওল্ড হলিউড লুকেই দেখা মিলেছিল অভিনেত্রীর। অন্যতম জনপ্রিয় নামী ব্রান্ড ‘লুই ভিটন’নের পোশাকেই সেজে উঠেছিলেন তিনি। কালো অফশোল্ডার, টিউব ব্রা কাটিং, লং গাউনেই ছিলেন অভিনেত্রী। পরেছিলেন অপেরা গ্লাভসও। সাথে অভাব ছিল না মানানসই অলংকারেরও। মূল্যবান হীরের নেকলেসের পাশাপাশি হাতে ছিল হীরের ব্রেসলেট ও আংটি। চুলের বাহারেও এদিন খামতি রাখেননি দীপিকা। নিঃসন্দেহে বলা চলে, এই মুহূর্তে অস্কারের মঞ্চে অভিনেত্রীর এই রেড কার্পেট লুকে চোখ ধাঁধিয়ে গিয়েছে গোটা বিশ্বের। মুগ্ধ করেছে তার অগণিত ভক্তমহলের পাশাপাশি সমগ্র বিশ্বের মানুষকে। অবশ্য সেই মুগ্ধতার একাধিক ঝলক মিলবে এই সোশ্যাল মিডিয়ার পাতাতেই।

এদিন এই মঞ্চে শুধুমাত্র অভিনেত্রীর আকর্ষণীয় সাজই নয়, তার ঘাড়ের নতুন ট্যাটুও নজর এড়ায়নি অধিকাংশের। ‘৮২° ই’ই ট্যাটু আকারে লেখা ছিল তার ঘাড়ে। তবে অভিনেত্রী এমন ট্যাটু কেন করিয়েছেন! তার কারণ অবশ্য জানা যায়নি এখনো। তবে সব কিছুর মাঝেও এই বিষয়টি চোখের আড়াল হয়নি কারোরই। সেই নিয়ে চলছে চর্চাও। এই মুহূর্তে নিজের রেড কার্পেট লুকের পাশাপাশি এই বলি ডিভা চর্চায় রয়েছেন নিজের নজরকাড়া এই ট্যাটুর জন্যও। আপাতত সব মিলিয়ে বলাই চলে, অস্কারের মঞ্চ থেকে শিরোনামে দীপিকা।

About Author