2022 সালের গোড়ায় রণবীর সিং (Ranveer Singh) একটি বিখ্যাত ম্যাগাজিনের জন্য ন্যুড ফটোশুট করেছিলেন। সেই ছবি নেটদুনিয়ায় ভাইরাল হতেই দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) -এর প্যানিক অ্যাটাক হয়েছিল। এমনকি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু এরপর থেকেই দীপিকার সাথে রণবীরের বিবাহ বিচ্ছেদের গুঞ্জনে সরগরম হয়ে উঠেছিল বলিউড। অনেকেই মনে করছিলেন, তাঁদের সম্পর্ক খাদের কিনারায় দাঁড়িয়ে। সাম্প্রতিক কালে করণ জোহর (Karan Johar) সঞ্চালিত টক শো ‘কফি উইথ করণ’-এ বিশেষ অতিথি হয়ে এসেছিলেন দীপিকা ও রণবীর। সেখানে প্রতিফলিত হয়েছে তাঁদের সম্পর্কের রসায়ন।
দীর্ঘদিন ধরেই দীপিকা ও রণবীরের অনুরাগীদের একাংশের প্রশ্ন ছিল, তাঁদের পরবর্তী প্রজন্ম কবে আসতে চলেছে! সম্প্রতি এই প্রসঙ্গে মুখ খুলেছেন দীপিকা। তিনি জানিয়েছেন, রণবীর ও তিনি যথেষ্ট বাচ্চা পছন্দ করেন। তাঁরাও নিজেদের একটি পরিবার তৈরি করতে চান। তবে দীপিকা চান, তাঁদের সন্তান আর পাঁচজন সন্তান সাধারণ সন্তানের মতোই বেড়ে উঠুক। স্টারকিড হিসাবে তার উপর যেন স্পটলাইটের আলো না পড়ে। দীপিকা জানিয়েছেন, তিনি বলিউড ও হলিউডে সফল হলেও এখনও অবধি পাড়ুকোন পরিবারে তিনি সেলিব্রিটি নন। দীপিকা তাঁদের কাছে শুধুই মেয়ে ও বোন। এখনও অবধি তাঁর পরিবারের সদস্যরা দীপিকার সাথে ঘরের মেয়ের মতোই ব্যবহার করেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowব্যাডমিন্টন চ্যাম্পিয়ন প্রকাশ পাড়ুকোন ( Prakash Padukone)-এর মেয়ে হওয়া সত্ত্বেও দীপিকার শৈশব কেটেছিল আর পাঁচজন সাধারণ বাচ্চার মতোই। ক্রীড়া ও বলিউডের একাধিক তারকাকে সামনে থেকে দেখলেও দীপিকার জীবনে স্পটলাইট পড়তে দেননি তাঁর মা-বাবা। দীপিকাও একসময় জাতীয় স্তরে ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ছিলেন। কিন্তু চোটের কারণে খেলা থেকে সরে যেতে হয় তাঁকে। ফলে দীপিকা মডেলিং শুরু করেন মুম্বইয়ের বুকে। ধীরে ধীরে বলিউডে প্রবেশ করেন তিনি। শাহরুখ খান (Shahrukh Khan)- এর বিপরীতে ‘ওম শান্তি ওম’-এর মাধ্যমে বড় পর্দায় ডেবিউ ঘটে তাঁর।
আগামী দিনে দীপিকাকে দেখা যাবে ভারতের প্রথম এরিয়াল ফিল্ম ‘ফাইটার’-এ। এই ফিল্মে তাঁর বিপরীতে অভিনয় করছেন হৃত্বিক রোশন (Hritwik Roshan)।