কৌশিক পোল্ল্যে: ‘ছপাক বয়কট’ সহ JNU বিতর্কের পর এবার খোশমেজাজে দীপিকা। নিজেকে ফিট রাখতে সময় কাটাচ্ছেন জিমে। বলিউডে জিরো ফিগার অ্যাকট্রেসদের মধ্যে তিনি অন্যতম।
নিজের খাওয়াদাওয়া থেকে শুরু করে লাইফস্টাইল সবকিছুতেই কড়া নিয়ম পালন করে চলেন এই বিউটি। 2007 এ ‘ওম শান্তি ওম’এ ডেবিউ করা আজ 2020 এর ছপাকের দীপিকা এই একযুগ নিজের ফিটনেস মেনটেনের জন্যই এত সুন্দরী হয়ে রয়েছেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : স্লিভলেস ব্লাউজ ও গোলাপি শাড়িতে লজ্জাবতী জাহ্নবী কাপুর, দেখুন সেই ছবি
সম্প্রতি ‘পিঙ্কভিলা’ থেকে প্রকাশিত একটি ভিডিয়োতে জিমে কঠোর পরিশ্রম করতে দেখা গেল দীপিকাকে। শরীরি কসরতে বেশ ঘাম ঝরাচ্ছেন অনায়াসে।
রুটিন মেনে খাওয়াদাওয়া, নিয়মিত শরীরচর্চা করলে শরীর ফিট থাকতে বাধ্য এমনটাই অভিমত দীপিকার। তাই আজ থেকেই শুরু করুন শরীরচর্চা, সঙ্গে আপনার জন্য রইল দীপিকার সেই মোটিভেশনাল ভিডিয়োটি।