Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্রথম ছবিতেই চুম্বনের দৃশ্য, ডেট করেছিলেন সোনাক্ষী সিনহার প্রেমিকের সাথেও

দীক্ষা শেঠ অভিনয় দুনিয়ার অন্যতম পরিচিত একজন অভিনেত্রী। আজ ১৪'ই ফেব্রুয়ারি ৩৩'এ পা দিলেন অভিনেত্রী। তার অভিনেত্রী হওয়ার ইচ্ছা ছিল না কোন কালেই। সামুদ্রিক প্রত্নতত্ত্ববিদ হতে চেয়েছিলেন তিনি। তবে তার…

Avatar

দীক্ষা শেঠ অভিনয় দুনিয়ার অন্যতম পরিচিত একজন অভিনেত্রী। আজ ১৪’ই ফেব্রুয়ারি ৩৩’এ পা দিলেন অভিনেত্রী। তার অভিনেত্রী হওয়ার ইচ্ছা ছিল না কোন কালেই। সামুদ্রিক প্রত্নতত্ত্ববিদ হতে চেয়েছিলেন তিনি। তবে তার ভাগ্যে অভিনেত্রী হওয়া লেখা ছিল। বলাই বাহুল্য, এই অভিনয় দুনিয়ায় পা রেখে প্রথম ছবিতেই নজর কেড়েছিলেন তিনি। দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনের সাথে তার রসায়ন নজর টেনেছিল দর্শকদেরও। সেই শুরুর সময়ই মিডিয়ার পাতায় তুমুল চর্চায় উঠে এসেছিলেন অভিনেত্রী। তার ৩৩ বছরের জন্মদিনে আবারো সেই প্রসঙ্গের সূত্র ধরেই চর্চায় দীক্ষা। উল্লেখ্য, ১৯৯০’র ১৪’ই ফেব্রুয়ারি দিল্লিতে জন্মেছেন তিনি।

প্রথম ছবিতেই চুম্বনের দৃশ্য, ডেট করেছিলেন সোনাক্ষী সিনহার প্রেমিকের সাথেও

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

২০০৯’তে ফেমিনা মিস ইন্ডিয়াতে অংশ নিয়েছিলেন দীক্ষা শেঠ। সেখান থেকেই ‘ভেদাম’ ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তিনি পরিচালক কৃশের হাত ধরে। নিজের প্রথম ছবিতে আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। আর সেই প্রথম ছবিতে অভিনেতার সাথে চুম্বনের দৃশ্যে দেখা গিয়েছিল তাকে। খুব স্বাভাবিকভাবেই সেই ছবিতে অভিনেতার সাথে তার এই ঘনিষ্ঠ দৃশ্য নজর কেড়েছিল সকলের। দৃষ্টি আকর্ষণ করেছিল মিডিয়ারও। সেই নিয়ে একসময় মিডিয়ার পাতায় কম চর্চা হয়নি। সম্প্রতি তার জন্মদিনে সেই প্রসঙ্গই পুনরায় চর্চায়।

প্রথম ছবিতেই চুম্বনের দৃশ্য, ডেট করেছিলেন সোনাক্ষী সিনহার প্রেমিকের সাথেও

একসময় সোনাক্ষী সিনহার বর্তমান প্রেমিক জাহির ইকবালের সাথে নাম জড়িয়ে ছিল দীক্ষার। ২০১৪’তে সেই কথা মিডিয়ার পাতাতেও উঠে এসেছিল। তবে নিজেদের সম্পর্কের কথা কোনদিনই প্রকাশ্যে স্বীকার করেননি তারা। তবে এই মুহূর্তে জানা গেছে, সোনাক্ষী সিনহার সাথে তার বাগদানও হয়ে গিয়েছে। বেশ কিছু সময় আগে আংটির ছবিও শেয়ার করেছিলেন অভিনেত্রী নিজেই। তবে এখনো পর্যন্ত একসাথে প্রকাশ্যে দেখা মেলেনি তাদের। উল্লেখ্য, মাঝে একসময় সানা সাইদার সাথেও নাম জড়িয়ে ছিল ইকবালের। সেই নিয়ে চর্চা চললেও মিডিয়ার সামনে মুখ খুলতে দেখা যায়নি কাউকেই। অভিনেত্রীর জন্মদিনে পুনরায় সেই সব প্রসঙ্গই আবারো চর্চিত একাংশের মাঝে। উল্লেখ্য, অভিনেত্রী শুধুমাত্র দক্ষিণী ছবিতে নয় তামিল, তেলেগু, কন্নড়ের পাশাপাশি হিন্দি ছবিতেও চুটিয়ে অভিনয় করেছেন।

About Author