ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Debit cardless withdrawal: ডেবিট কার্ড ছাড়াই এবার এটিএম থেকে তুলতে পারবেন ক্যাশ, জানুন কিভাবে কাজ করে কার্ডলেস উইথড্রল

সম্প্রতি এটিএম এর টাকা তোলার ব্যবস্থাটিকে উন্নত করা হয়েছে বিভিন্ন ব্যাংকের তরফ থেকে

×
Advertisement

এটিএম থেকে ক্যাশ উইথড্র করা এখন হয়ে উঠেছে আরো অনেক বেশি সহজ। সম্প্রতি এটিএম থেকে ক্যাশ তোলার পুরো ব্যবস্থার সম্পূর্ণরূপে ভোল পাল্টে দিয়েছে বেশ কয়েকটি ব্যাংক। আজকের দিনে আর আপনাকে এটিএম কার্ড নিয়ে যেতে হবে না টাকা তোলার জন্য। কেবলমাত্র ইউপিআই অ্যাপ্লিকেশন ব্যবহার করেই আপনারা খুবই সহজে টাকা উইথড্র করতে পারবেন যেকোনো ব্যাংক থেকে। ফলে বিষয়টা হয়ে উঠেছে আরো অনেক বেশি সহজ। পাশাপাশি, যুব সমাজের কাছে টাকা তোলার বিষয়টি হয়ে উঠেছে আরও অনেক বেশি গ্রহণযোগ্য। ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড ছাড়াই এখনকার দিনে এটিএম থেকে টাকা তোলা সম্ভব। কিন্তু কিভাবে এই ব্যবস্থায়ী কাজ করে? কিভাবে ইউপিআই অ্যাপ্লিকেশন ব্যবহার করে টাকা তুলবেন আপনি?

Advertisements
Advertisement

কার্ডবিহীন ক্যাশ তোলার সুবিধা ব্যবহার করার জন্য গ্রাহকদের এটিএম এ গিয়ে ইউপিআই ডেবিট অপশনটি ব্যবহার করবে। আপনি যদি কার্ড ছাড়া নগদ তোলার সুবিধা ব্যবহার করেন তবে আপনাকে এটিএম থেকে সরাসরি কিউআর কোড স্ক্যান করতে হবে।

Advertisements

এটিএম থেকে নগদ টাকা তোলার সময় মোবাইল পিন ব্যবহার করে আপনাকে ক্যাশ নিতে হবে।

Advertisements
Advertisement

তবে হ্যাঁ, যদি আপনি কার্ড ব্যবহার না করে শুধুমাত্র ইউবিআই অ্যাপ্লিকেশন ব্যবহার করে নগদ টাকা তুলতে চান তাহলে কিন্তু একটি উর্ধ্বসীমা রয়েছে। আপনি সর্বাধিক পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশ তুলতে পারবেন কার্ড ব্যবহার না করে। কোন কোন ব্যাংকের ক্ষেত্রে এই উর্ধ্বসীমা ১০০০০ টাকা পর্যন্ত হতে পারে। তবে এর বেশি টাকা কিন্তু আপনি ইউপিআই এর মাধ্যমে নগদ তুলতে পারবেন না।

কিভাবে আপনি টাকা তুলবেন?

১. প্রথমে যে কোন একটি এটিএমে যান এবং নগদ তোলার বিকল্পটি বেছে নিন।

২. এরপর এটিএম মেশিনের স্ক্রিনে ইউপিআই বিকল্পটি নির্বাচন করুন।

৩. আপনি এটিএম এর স্ক্রিনে একটি কিউআর কোড দেখতে পাবেন।

৪. এরপর আপনার ফোনের যেকোনো ইউপিআই অ্যাপ্লিকেশন খুলুন এবং কিউ আর স্ক্যানার দিয়ে ওই কিউআর কোড স্ক্যান করে ফেলুন এবং একটিভ করুন আপনার ইউপিআই।

৫. এরপর আপনাকে টাকার এমাউন্ট এবং ইউপিআই পিন দিতে হবে। যদি আপনি সব ঠিক ভাবে ফিলাপ করে ফেলেন, তাহলে আপনার ইউপিআই একাউন্ট থেকে টাকা তুলতে পারবেন আপনি।

Related Articles

Back to top button