মলদ্বীপ থেকে বালিমাখা শরীরের ছবি শেয়ার করেছেন দেবচন্দ্রিমা। এছাড়াও নিত্যনতুন বিকিনি পরে হট ছবি শেয়ার করেছেন তিনি। তবে এর মধ্যেই ছিল দেবচন্দ্রিমার জন্মদিন। জন্মদিনের সকালে সুইমিং পুলে ব্রেকফাস্ট করেছেন সায়ন্ত ও দেবচন্দ্রিমা। এছাড়াও দুজনে মিলে স্কুবা ডাইভিং করেছেন। দেবচন্দ্রিমার জন্মদিনে সায়ন্ত ও দেবচন্দ্রিমা একান্তে কেক কেটে সেলিব্রেশন করেছেন, দুজনে মিলেই করেছেন পার্টি, তুলেছেন সেলফি। জন্মদিনের পার্টিতে গোলাপি রঙের অফ শোল্ডার শিফন ড্রেস পরেছিলেন দেবচন্দ্রিমা। তাঁর সেই ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
পরপুরুষের সঙ্গে মলদ্বীপ গেলেন ‘সাঁঝবাতি’র চারু, বিকিনিতে আগুন ঝরালেন নেটদুনিয়ায়
স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘সাঁঝবাতি’র নায়িকা চারু পরপুরুষের সঙ্গে ঘর ছাড়লেন। তবে চারু নয়, ঘর ছেড়ে মলদ্বীপে ঘুরতে গেলেন চারুর চরিত্রাভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima sinha roy)। তবে পরপুরুষের সঙ্গে…

আরও পড়ুন