খেলানিউজ

প্রয়াত কিংবদন্তী ফুটবলার চুনী গোস্বামী

Advertisement
Advertisement

চলে গেলেন ভারতীয় ফুটবলের উজ্জ্বল নক্ষত্র চুনী গোস্বামী। ৮২ বছর বয়সে আজ কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গেছে বেশ অনেকদিন থেকেই হৃদরোগ জনিত সমস্যায় ভুগছিলেন। সাথে সুগার, প্রস্টেট ও নার্ভের সমস্যাও ছিল খানিকটা। অবস্থার অবনতি ঘটলে আজ সকালে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপর বিকেল ৫ টায় অবশেষে ইহলোক ছেড়ে পরলোক গমন করেন তিনি।

Advertisement
Advertisement

১৯৩৮ সালের ১৫ই জানুয়ারী অবিভক্ত বাংলার কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন এই ফুটবল তারকা। তার ভালো নাম সুবিমল গোস্বামী৷ ভালোবেসে সবাই চুনী নামে ডাকতেন। এছাড়া খেলার ময়দানে এই নামেই বেশি পরিচিত ছিলেন তিনি৷

Advertisement

ভারতীয় ফুটবলকে এক অন্য জায়গায় পৌঁছে দিয়েছিলেন। খেলেছেন ৫০টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ। তাঁর অধিনায়কত্বেই ১৯৬২ সালে এশিয়ান গেমস-এ সোনা জেতে ভারতীয় ফুটবল টিম। এছাড়া মোহনবাগানের হয়েও খেলেছেন দীর্ঘ দিন।

Advertisement
Advertisement

তবে ফুটবলের পাশাপাশি ক্রিকেটেও তার সমানভাবে দক্ষতা ছিলো। যখন কলেজে পড়তেন একই বছরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফুটবল ও ক্রিকেট টিমের অধিনায়ক হিসেবে নির্বাচিত হন তিনি। ১৯৭১-৭২ সালে বাংলা দলের অধিনায়ক ছিলেন৷ এছাড়া তার নেতৃত্বে বাংলা রঞ্জি ট্রফির ফাইনালে পৌঁছেছিলো। এই মহান ক্রীড়াবিদের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়া মহলে।

Advertisement

Related Articles

Back to top button