Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সরকারি কর্মচারীরা খুশি, আগামী মাসেই মহার্ঘ ভাতা বাড়বে ৪ শতাংশ, দেখে নিন কত বাড়বে বেতন

সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় সরকার দেশের প্রতিটি বিভাগের জন্য বেশ কিছু বড় ঘোষণা করতে শুরু করেছে। পিছনে সব থেকে বড় কারণ হলো লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয়…

Avatar

সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় সরকার দেশের প্রতিটি বিভাগের জন্য বেশ কিছু বড় ঘোষণা করতে শুরু করেছে। পিছনে সব থেকে বড় কারণ হলো লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় কর্মচারীদের অনেক প্রত্যাশা পূরণ করতে পারে। মনে করা হচ্ছে দীর্ঘদিন ধরে মহার্ঘভাতা বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা দাবি তুলে আসছিলেন। সরকার এই সিদ্ধান্ত নিলে মহার্ঘ ভাতা ৫০ শতাংশ বৃদ্ধি করা হবে বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক খবরে বলা হয়েছে কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা চার শতাংশ বৃদ্ধি করতে পারে মোদি সরকার। মার্চ মাসে প্রথম সপ্তাহে মোদির মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

মহার্ঘ্য ভাতার সুবিধা পেনশনভোগীদের দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এই মুহূর্তে সারাদেশে ৪৮.৬৭ লক্ষ কেন্দ্রীয় কর্মচারী এবং ৬৭.৯৫ লক্ষ পেনশনভোগী রয়েছেন। দুই ক্ষেত্রে এই সরকার মহার্ঘ ভাতা বাড়িয়ে থাকে। লক্ষ লক্ষ কর্মচারী এবং পেনশনভোগীরা হোলিতে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এই উপহার পেতে পারেন বলে মনে করা হচ্ছে। এই কারণেই সরকার লোকসভা নির্বাচনের দিকে নজর রাখছে যাতে কর্মচারী এবং পেনশনভোগীদের খুশি করা যেতে পারে। সরকারের জন্য শীঘ্রই ডিএ এবং ডিআর বৃদ্ধি করার ঘোষণা করতে পারে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আগামী মার্চ মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এই উপহার দেওয়া হতে চলেছে বলে জানা যাচ্ছে। যদি একজন সরকারি কর্মচারীর বেতন ১৮০০০ টাকা হয়, তাহলে ৪৬ শতাংশ অনুসারে এখন তিনি ৮,২০০ টাকা অতিরিক্ত মহার্ঘ ভাতা পেয়ে যাচ্ছিলেন। কিন্তু এবারে মহার্ঘ ভাতা যদি চার শতাংশ বৃদ্ধি পায় তাহলে মহার্ঘ ভাতার পরিমাণ হয়ে যাবে ৯ হাজার টাকা। অর্থাৎ এটি কর্মচারীদের মূল বেতনের অর্ধেক হয়ে যাবে। সপ্তম বেতন কমিশন অনুসারে যারা বেতন পান তাদের মধ্যে অনেকেই সুবিধা পাবেন সরকারের এই সিদ্ধান্তের পর।

About Author