Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নতুন বছরের শুরুতেই মিলতে পারে মহার্ঘ ভাতা, তাহলে কি অবশেষে হার মানল নবান্ন?

কেন্দ্রীয় সরকার তাদের কর্মীদের বছরে যেভাবে দুবার মহার্ঘ ভাতা দিয়ে থাকে সেভাবে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার কর্মীদের মহার্ঘ ভাতা দিচ্ছে না। সেই বিষয়ে বহু কাল ধরে মামলা চললেও ইতিমধ্যেই একটি…

Avatar

কেন্দ্রীয় সরকার তাদের কর্মীদের বছরে যেভাবে দুবার মহার্ঘ ভাতা দিয়ে থাকে সেভাবে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার কর্মীদের মহার্ঘ ভাতা দিচ্ছে না। সেই বিষয়ে বহু কাল ধরে মামলা চললেও ইতিমধ্যেই একটি সম্ভাবনা উজ্জ্বল হতে শুরু করেছে কারণ নতুন ইংরেজি বছরে ফের কিছুটা মহার্ঘভাতা দিতে প্রস্তুত হয়েছে রাজ্যের অর্থ দপ্তর। মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কর্মচারীর সংগঠনগুলির মামলার আবহে এই সরকারি উদ্যোগ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

নতুন যে সম্ভাবনার ব্যাপারে আমরা জানতে পারছি তাতে আগামী জানুয়ারি থেকে কিছুটা মহার্ঘভাতা রাজ্য সরকারি কর্মীদের হাতে পৌঁছতে পারে বলে মনে করা হচ্ছে। রাজ্যে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ বলবৎ হয়েছে ২০২০ সালের ১ জানুয়ারি এবং সে বছর রাজ্য সরকার কোনরকম মহার্ঘভতা না দেওয়ার কারণে ২০২১ সালের ১ জানুয়ারি ৩% মহার্ঘ ভাতা দিয়েছে তারা। চলতি বছরে মহার্ঘভাতার কোনো কিস্তি ঘোষণা করা হয়নি। যদিও, আগেরবারের মতো জানুয়ারিতে একই পরিমাণ মহার্ঘ ভাতা দিতে পারে রাজ্য সরকার। তবে সরকারিভাবে এই বিষয়ে মুখ খুলতে চাওয়া হয়নি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, জানুয়ারি থেকে কিছু পরিমাণ মহার্ঘ ভাতা দিলে তৃণমূল সরকার তাদের এত দিনকার অবস্থান ধরে রাখার বার্তা দেবে। কারণ টাকা না থাকায় কেন্দ্রের নিয়মে বছরে দুবার মহার্ঘ ভাতা দেওয়া রাজ্যের পক্ষে এই মুহূর্তে অসম্ভব। মামলা চালু থাকলে রাজ্যে ফের একই বার্তা দিতে পারবে রাজ্য সরকার। তবে বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারের কি অবস্থান হবে সেই বিষয়ে এখনো পর্যন্ত কিছুই জানা যায়নি। রাজ্য সরকারের সম্পূর্ণ অবস্থান নির্ভর করবে সুপ্রিম কোর্টের রায়ের উপর।

About Author