Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Dearness allowance hiked by 4%: এই রাজ্যে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি হল আরো ৪ শতাংশ, কবে থেকে হবে কার্যকর?

সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা আরো বৃদ্ধি করল ঝাড়খন্ড সরকার। পশ্চিমবঙ্গে যেখানে সরকারি কর্মীরা ৬% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সেখানে এবারে পড়শী রাজ্যে মহার্ঘ ভাতা ৪২ শতাংশ হয়ে যেতে চলেছে। গত…

Avatar

সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা আরো বৃদ্ধি করল ঝাড়খন্ড সরকার। পশ্চিমবঙ্গে যেখানে সরকারি কর্মীরা ৬% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সেখানে এবারে পড়শী রাজ্যে মহার্ঘ ভাতা ৪২ শতাংশ হয়ে যেতে চলেছে। গত মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে ৪২ শতাংশ করার ঘোষণা করা হয়েছিল ঝাড়খন্ড সরকারের তরফ থেকে। হেমন্ত শোরেনের সরকার গতকাল একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে, রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এবারে ৩৮ শতাংশ থেকে ৪২ শতাংশ করা হচ্ছে। অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স অনুযায়ী ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের। এর ফলে সেই রাজ্যের ৪৪১.৫ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। আরো জানানো হয়েছে, জানুয়ারি মাস থেকে এই বর্ধিত মহার্ঘ ভাতা কার্যকর হবে এবং গত তিন মাসের বকেয়া মহার্ঘ ভাতা এপ্রিলের বেতনের সঙ্গে একাউন্টে প্রবেশ করবে।এর আগে গত মাসে মোদি সরকারের তরফে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা এবং অবসরপ্রাপ্তদের জন্য ডিআর বৃদ্ধি করা হয়েছিল। এক লাফে চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছিল সেবার। নতুন মহার্ঘ ভাতার হার কার্যকর হয়েছে জানুয়ারি মাস থেকে। এর ফলে সরকারি কর্মচারীরা ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। তবে আগামী দিনে এই মহার্ঘ ভাতা আরো বৃদ্ধি হতে পারে বলে জানানো হয়েছে।সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী আগামী জুলাই মাস থেকে ফের এক দফায় মহার্ঘ ভাতা বৃদ্ধি পাওয়ার কথা রয়েছে। যদি জুলাই মাসে আবারো মহার্ঘ ভাতা বৃদ্ধি হয় তাহলে বেতন আরো বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। গত ফেব্রুয়ারিতে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স কমেছিল মাত্র ০.১ শতাংশ। এর আগে জানুয়ারি মাসে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স ছিল ১৩২.৮ শতাংশ। ফেব্রুয়ারিতে এটি হয়েছে ১৩২.৭ শতাংশ। এর ফলে আগামী জুলাই মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩ শতাংশ বৃদ্ধি হতে পারে বলে মনে করা হচ্ছে।
About Author