নাগাল্যান্ড স্টেট ডিয়ার লটারি এর ব্যাপারে জানেন না এরকম মানুষ ভারতে এই মুহূর্তে খুবই কম। প্রতিদিন বহু মানুষ এই ডিয়ার লটারির সুবাদে কোটি টাকা পর্যন্ত পুরস্কার জিতে থাকেন। ঠিক সেরকম ভাবেই আজ অর্থাৎ ৬ ফেব্রুয়ারি ঘোষিত হয়ে গেল ডিয়ার লটারির এদিনের রেজাল্ট। দুপুর এক’টা, সন্ধে ছ’টা এবং রাত আট’টার রেজাল্ট আমরা আজকের প্রতিবেদনে আপনাদের জানিয়ে দেব। তবে আপনাদের জানিয়ে রাখি, জনপ্রিয় নাগাল্যান্ড স্টেট ডিয়ার লটারির প্রথম পুরস্কার কিন্তু এক কোটি টাকা। অন্যদিকে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম পুরস্কার হিসেবে যথাক্রমে ৯,০০০ টাকা, ৪৫০ টাকা, ২৫০ টাকা ও ১২০ টাকা জিতে নেওয়া যায়।
প্রথমে জেনে নেওয়া যাক, দুপুর একটার রেজাল্টের ব্যাপারে। যিনি প্রথম পুরস্কার বিজেতা হয়েছেন তার টিকিট নম্বর হলো 70B 05659। এছাড়া 08732 21053 29041 51384 55596 58154 64377 72482 79228 96535 জিতেছেন দ্বিতীয় পুরস্কার।
সন্ধ্যা ছয়’টার ডিয়ার ইভিনিং লটারির প্রথম পুরস্কার বিজয়ী টিকিটের নম্বর 81D 40959। এছাড়া 00102 02826 16553 36309 42471 45287 53899 61471 92016 98938 জিতেছেন দ্বিতীয় পুরস্কার।
আর রাত আট’টার রেজাল্ট অনুযায়ী, ডিয়ার নাইট লটারির প্রথম পুরস্কার বিজয়ীর টিকিট নম্বর 94C 61452। দ্বিতীয় পুরস্কার জিতেছেন 00521 11493 13713 25006 32148 53430 81656 85836 95314 95988 নম্বর টিকিটধারিরা।