Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্রিয় বন্ধু চলে গেছে, শ্রদ্ধা জানাতে ৩৫০০ পরিবারকে অন্নদান করবেন ছবির পরিচালক

১৪ই জুন ইহলোক ছেড়ে পরলোক গমন করেছেন জনপ্রিয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তার এই অকাল মৃত্যুতে শোকাহত গোটা বলিউড। মাত্র ৩৪ বছর বয়সেই সিনেমা জগতে বেশ ভালো জায়গা করে…

Avatar

১৪ই জুন ইহলোক ছেড়ে পরলোক গমন করেছেন জনপ্রিয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তার এই অকাল মৃত্যুতে শোকাহত গোটা বলিউড। মাত্র ৩৪ বছর বয়সেই সিনেমা জগতে বেশ ভালো জায়গা করে নিয়েছিলেন তিনি। তবে কি কারণে আত্মহত্যার পথ বেছে নিলেন সেই বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কিছু জানা যায়নি।

তার মৃত্যুতে শোকগ্রস্ত হয়ে পড়েছেন পরিচালক অভিষেক কাপুর ও তার স্ত্রী প্রজ্ঞা কাপুর। কারণ, সুশান্তের সঙ্গে শুধুমাত্র কাজের নয় ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠেছিল অভিষেক ও তার স্ত্রীর। তাই তারা সিদ্ধান্ত নিয়েছেন তাদের বন্ধুর কাজের প্রতি শ্রদ্ধা ও আত্মার শান্তি কামনার জানিয়ে প্রায় ৩,৫০০ দরিদ্র পরিবারের মানুষদের অন্নদান করবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সুশান্ত সিং রাজপুত অভিনয় জগতে পা রেখেছিলেন অভিষেক কাপুরের ছবি ‘কাই পো ছে’র মাধ্যমে। এছাড়াও ২০১৮ সালে সারা আলি খানের প্রথম ছবি ‘কেদারনাথ’ এর মুখ্য চরিত্রে দেখা যায় তাকে। এই ছবিটিরও পরিচালক ছিলেন অভিষেক। এই বিশেষ উদ্যোগের কথা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জানিয়েছেন পরিচালকের স্ত্রী প্রজ্ঞা কাপুর।

১৫ই জুন সোমবার মুম্বইতে সুশান্তের শেষকৃত্যের সময়েও উপস্থিত ছিলেন অভিষেক কাপুর ও তার স্ত্রী। বন্ধুর এভাবে অকালে চলে যাওয়াকে যেন কিছুতেই মেনে নিতে পারছেন না তারা।

About Author