প্যান নাম্বারের সাথে আধার নাম্বার সংযুক্তির সময়সীমা বাড়িয়ে ২০২০ সালের মার্চ পর্যন্ত করা হলো। সোমবার Central board of direct taxes এর তরফ থেকে এমনটাই ঘোষণা করা হয়েছে। একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “আয়কর আইনের ১৩৯ AA ধারার ২ উপধারায় প্যান নাম্বারের সাথে আধার নাম্বার সংযুক্তির সীমা ৩১ সে ডিসেম্বর,২০১৯ থেকে বর্ধিত করে মার্চ ২০২০ করা হলো।”
আরও পড়ুন : জানুয়ারি মাসে ১৬ দিন ব্যাংক বন্ধ, দেখুন তালিকা
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপ্রসঙ্গত আয়কর রিটার্নের ক্ষেত্রে আধার-প্যান কার্ড সংযুক্তি বাধ্যতামূলক করা হয়েছিলো এবং এটি অষ্টম তম সময় বর্ধিতকরন।এর আগে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়।বছরের শুরুর দিকে সুপ্রিম কোর্টের আদেশানুসারে আয়করের ১৩৯ AA ধারা বহাল রেখে আধার- প্যান নাম্বার সংযুক্তিকরণ বাধ্যতামূলক করা হয়েছিলো।