উত্তরপ্রদেশ : ফের বিতর্কে দেখা গেল উত্তর প্রদেশের একটি স্কুলের মিড ডে মিলে দেখা গেলো মরা ইঁদুর। বেশ কিছুদিন আগে স্কুলের শিশুদের নুন, রুটি খাওয়ানোর ছবি ও প্রকাশ্যে এসেছিল। সম্প্রতি আরেকটি খবর দেখা গিয়েছিল ১ লিটার দুধ জলে মিশিয়ে ৮১ জন পড়ুয়াকে খাওয়ানোর ছবি ফুটে উঠেছিল।
কিছুদিন আগেই মুজাফরনগরে জনতা ইন্টার কলেজ সরকারি স্কুলে মঙ্গলবার খিচুড়ি দেওয়া হয়েছিল, সেই খিচুড়ির মধ্যেই পাওয়া গেলো মরা ইঁদুর। সে খাবার খেয়ে অনেক শিশু অসুস্থ হয়ে পড়েছে, হাপরের জনকল্যাণ সমিতি নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা এই খাবার সরবরাহ করেছিল। পরবর্তীকালে গোটা ঘটনার জন্য সংস্থাটিকে শোকজ করা হয়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowউত্তরপ্রদেশের মিড ডে মিলের বিষয়টি নিয়ে বারবার বিতর্কে শিরোনামে উঠে আসছে। এই নিয়ে সোচ্চার হয়েছে বিরোধীরা যোগী প্রশাসনের বিরুদ্ধে।