ইতিমধ্যেই ভাইরাল হয়েছিল মিউজিক ভিডিওর টিজার।অবশেষে আজ 2রা অক্টোবর মুক্তি পেল সমগ্র ভিডিওটি। অসামান্য এই রবীন্দ্রসঙ্গীতটি আবারও পুজো মাতাতে চলে এল এবং তার সাথে যে জড়িয়ে থাকবে একাধিক নস্টালজিয়া ,তা বোধহয় আর বলার অপেক্ষা রাখে না।
ফুটে উঠল দর্শণা-অর্জুনের নতুন প্রেম, রবি ঠাকুরের গানে ভাইরাল ভিডিও
অবশেষে দেখা হলো দর্শণা-অর্জুনের। তবে বাস্তবে নয়,মিউজিক ভিডিওতে।বাঙালির দুর্গাপূজা মানেই প্রথম দেখা,অষ্ট মীর অঞ্জলি দিতে গিয়ে প্রথম প্রেমে পড়া। এই কনসেপ্টকে মাথায় রেখে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গা ন 'মাঝে মাঝে…

আরও পড়ুন