Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Viral Video: আস্ত বাছুরকে গিলে ফেলতে শুরু করলো বিশাল আকৃতির পাইথন, শেষে সন্তানকে বাঁচালেন মা গরু

পাইথন বা অজগর হলো বিশ্বের সবথেকে বিপজ্জনক শিকারি সাপের মধ্যে একটি। এটি এমন একটি সাপ যে তার শিকারকে কামড়ায় না কিন্তু জীবন্ত গিলে খেয়ে নেয়। এই বিপজ্জনক শিকারী টি সবচেয়ে…

Avatar

পাইথন বা অজগর হলো বিশ্বের সবথেকে বিপজ্জনক শিকারি সাপের মধ্যে একটি। এটি এমন একটি সাপ যে তার শিকারকে কামড়ায় না কিন্তু জীবন্ত গিলে খেয়ে নেয়। এই বিপজ্জনক শিকারী টি সবচেয়ে বড় বড় প্রাণীদের কেও জীবন্ত গ্রাস করতে পারে। কিছুদিন আগে এরকমই একটি ভিডিও সামনে এসেছে যেখানে একটি অজগর একটি গরুর বাছুরকে জীবন্ত গিলে ফেলতে চাইছে। অজগরটি বাছুরটিকে ধরে গিলে ফেলতে যাচ্ছিল, কিন্তু তখনই এমন কিছু একটা ঘটলো যা সবাইকে চমকে দিয়েছে। গরুর ভয়ানক রূপ দেখে আতঙ্কিত হয়ে গিয়েছে সাপ।কয়েক সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে এই বিপদজনক অজগরটি, ওই বাছুরকে অত্যন্ত বিপদজনক ভাবে ধরেছে। সাপটি এমনকি ওই বাছুরকে সম্পূর্ণ গিলে ফেলতে যাচ্ছিল। সেই সময়ে ওই বাছুরের মা গরুটি চলে আসে এবং তার বাচ্চাকে বিপদে দেখে শান্ত গরুটি একেবারে আক্রমণাত্মক হয়ে ওঠে। ফলে সেখানে একটা বিশাল হই হট্টগোল সৃষ্টি হয়। প্রাণের তোয়াক্কা না করে অজগরকে আক্রমণ করে সেই গরুটি। এরকম নৃশংসতা দেখে ওই সাপটিও ভয় পেয়ে যায় এবং সেখান থেকে বেরিয়ে যায়।ভিডিওটি পরবর্তী অংশে দেখা যায়, ওই গরুটি তার শিং দিয়ে অজগরকে ক্রমাগত আক্রমণ করছে। অন্যদিকে বাছুরটি ও তার পা দিয়ে সাপকে আক্রমণ করে। পরিস্থিতি খুব একটা সহজ নয় ভেবে সেখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বাছুরটিকে টেনে নিয়ে যেতে শুরু করে ওই সাপটি। কিন্তু গরু আবার আক্রমণাত্মক হয়ে ওঠে। কোনভাবেই সে তার বাছুরকে নিয়ে যেতে দেয়নি। শেষ পর্যন্ত সাপটিও সেখান থেকে চলে যায়। ভিডিওটি সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে। Instagram-এ ভিডিওটি শেয়ার করা হয়েছিল bilal.ahm4d নামের একাউন্ট থেকে।
About Author