Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

উদ্দাম প্রেম, চলন্ত স্কুটারে জড়িয়ে বসে চুমুতে মগ্ন প্রেমিক প্রেমিকা, নিমেষে ভাইরাল ভিডিও

বর্তমান প্রজন্ম চারচাকার তুলনায় অধিক বুঁদ বাইকে। একসময় ভারতের বিভিন্ন অঞ্চলে অনেক রাতে বেআইনি বাইক স্টান্ট হত। কিন্তু বর্তমানে পুলিশের কড়া প্রহরার কারণে তা আর সম্ভব হয়ে উঠছে না। এমনকি…

Avatar

বর্তমান প্রজন্ম চারচাকার তুলনায় অধিক বুঁদ বাইকে। একসময় ভারতের বিভিন্ন অঞ্চলে অনেক রাতে বেআইনি বাইক স্টান্ট হত। কিন্তু বর্তমানে পুলিশের কড়া প্রহরার কারণে তা আর সম্ভব হয়ে উঠছে না। এমনকি প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন (Mohammed Azharuddin) -এর কনিষ্ঠ পুত্র মহম্মদ আয়াজউদ্দিন (Mohammed Ayazuddin) বাইক রেসের কারণে ঘটা দূর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন। একের পর এক দূর্ঘটনা ঘটলেও বাইক নিয়ে রোমাঞ্চ এখনও রয়েছে। এমনকি বিপদ আসন্ন জেনেও রয়েছে পরীক্ষা-নিরীক্ষা। সম্প্রতি একটি অনলাইন নিউজ পোর্টালের ভার্চুয়াল পেজ থেকে ভাইরাল হয়েছে এমন ভিডিও যা সকলকে চমকে দেওয়ার জন্য যথেষ্ট।

ভিডিওটি শেয়ার করা হয়েছে টুইটার এক্স-এ। এই ভিডিওতে দেখা যাচ্ছে, এক তরুণী ও এক তরুণ বাইকে একে অপরের মুখোমুখি বসে রয়েছেন। তরুণ বাইকটি চালাচ্ছেন। তরুণী সামনের দিকে বসেছেন। কিন্তু তাঁর মুখ তরুণের দিকে ঘোরানো। বাইক যথেষ্ট জোরে চলছে। ওই তরুণী বসেছেন তরুণের কোলের উপর। একটি চাদর দিয়ে নিজেকে ও প্রেমিককে আবৃত রেখেছেন তিনি। দুইজনের মাথাতেই নেই হেলমেট। ভিডিওটি তোলার সময় ভিডিওকর্তার দিকে হাসিমুখে তাকিয়েছেন ওই তরুণী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভিডিওটি টুইটার এক্স-এ শেয়ার করে ওই অনলাইন পোর্টালের তরফে মুম্বই পুলিশকে ট‍্যাগ করা হয়েছে। এমনকি অনুরোধ করা হয়েছে এই ধরনের বিপজ্জনক আচরণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে। এই ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের বান্দ্রা অঞ্চলে। ভিডিওর ক্যাপশনে লেখা রয়েছে, সকলের নিরাপত্তার জন্য এই ধরনের ঘটনার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু এখনও অবধি মুম্বই পুলিশ এই ঘটনায় কোনো ব্যবস্থা গ্রহণ করেছে কিনা তা জানা যায়নি। এমনকি জানা যায়নি ওই তরুণ-তরুণীর পরিচয়ও।

About Author