Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

হরিয়ানভি গানের সঙ্গে দেদার নাচ, আরতির কিলিং ফিগারে উড়বে রাতের ঘুম (VIDEO)

হরিয়ানভি ড্যান্সিং কুইনের নাচ তো অনেক দেখেছেন। একটা সময় হরিয়ানভি স্টেজ মাতিয়ে রাখতেন ওয়ান অ্যান্ড ওনলি স্বপ্না চৌধুরী। কিন্তু, সময় পাল্টেছে। এখন একাধিক নৃত্য শিল্পী উঠে আসছে। শুধু স্বপ্না নন,…

Avatar

হরিয়ানভি ড্যান্সিং কুইনের নাচ তো অনেক দেখেছেন। একটা সময় হরিয়ানভি স্টেজ মাতিয়ে রাখতেন ওয়ান অ্যান্ড ওনলি স্বপ্না চৌধুরী। কিন্তু, সময় পাল্টেছে। এখন একাধিক নৃত্য শিল্পী উঠে আসছে। শুধু স্বপ্না নন, বরং স্বপ্নার মতন অন্যান্য শিল্পীরা আসর মাতিয়ে রাখছেন তাদের ক্যারিশমা দিয়ে। আমরা আজ কথা বলবো হরিয়ানভি ড্যান্সার আরতি দাহিয়াকে ( Arti Dahiya Dance) নিয়ে।

এই মুহূর্তে বহু নৃত্যশিল্পী লাইম লাইটে এসেছেন, তাদের মধ্যে একজন হলেন আরতি। এই শিল্পী স্টেজে উঠলেই স্টেজ ঝলমলিয়ে ওঠে। দর্শকদের ভিড় উপচে পড়ে, পাশাপাশি শুরু হয় টাকার বৃষ্টি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি, আরতির একটি স্টেজ শোয়ের ভিডিও ব্যাপক ভাইরাল হয় নেট মাধ্যমে। গানের সাথে আরতিকে উৎসাহে লাফাতে ও নাচতে দেখা যায়। আরতির পাশাপাশি উপস্থিত দর্শকদের দেদার নাচতে দেখা যায়। তবে, আরতি এতটাই জবরদস্ত নাচ করছিলেন যে তার শরীরে ক্লান্তির কোনো ছাপ নেই। ভাইরাল হওয়া ভিডিওতে, এই হরিয়ানভি মেয়েটি অর্থাৎ আরতি, সালোয়ার কুর্তা এবং দুপাট্টা পরে উপস্থিত লোকদের সঙ্গে জমিয়ে নাচ করেন। ভাইরাল হওয়া ভিডিওটি ২০১৯ সালের যা ‘Aaj Ka Haryana’ নামে একটি ইউটিউব চ্যানেল আপলোড করেছে। এতে আরতিকে উৎসাহে লাফাতে ও নাচতে দেখা যাচ্ছে।

উল্লেখ্য, জন্মদিনের পার্টি হোক বা বিয়ের অনুষ্ঠান, হোলি বা অন্য যে কোনও দিন উদযাপনের দিন… এই ধরনের অনুষ্ঠানে, বেশিরভাগ মানুষ স্বপ্না চৌধুরীর ছবি করা গান শুনতে পছন্দ করেন। স্বপ্নার নাচে জমে উঠতে অনুষ্ঠানের মঞ্চ। এবারে সেই জায়গা নিতে চলেছে একাধিক নর্তকী, যার মধ্যে উল্লেখযোগ্য হলেন আরতি দাহিয়া ( Arti Dahiya)। দেখুন আরতির কিলিং ফিগারের হট পারফরম্যান্স।

About Author