ভাইরাল & ভিডিও

হিট ভোজপুরি গানে প্রকাশ্য রাস্তায় নাচ সুন্দরী মহিলার, নাচের ঠুমকায় থমকালেন পথচলতি মানুষও (Dance Video)

×
Advertisement

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ বিনোদন মাধ্যম হয়ে উঠেছে। কারণে অকারণে যদি সোশ্যাল মিডিয়ার কোন ঝলক নেটজনতার একাংশের দৃষ্টি আকর্ষণ করে তাহলে, ঐ ঝলক একাংশের মাঝে ভাইরাল হতে বাধ্য। কনটেন্ট মন্দ হোক কিংবা ভালো তা যদি নেটনাগরিকদের ধরে রাখার ক্ষমতা রাখে তাহলে, সেই ঝলক ভাইরাল হবেই। বর্তমান যুগে ৮ থেকে ৮০ সকলেই ভাইরাল হতে চান এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। নজর কাড়তে চান সাধারনের। তবে সম্প্রতি এক মাঝবয়সী মহিলা হিট ভোজপুরি গানের তালেই নৃত্য পরিবেশন করলেন প্রকাশ্য রাস্তায়। দেখেই অবাক পথচলতি মানুষ।

Advertisements
Advertisement

সোশ্যাল মিডিয়ার পাতায় প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন। সম্প্রতি তেমনই পায়েল গুপ্তা নামের এক মাঝবয়সী মহিলা নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন বহু মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

Advertisements

Advertisements
Advertisement

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি পায়েল গুপ্তা নামের এক মহিলা নিজের ইনস্টাগ্রামের পাতা থেকে শেয়ার করে নিয়েছেন। তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই বোঝা যাবে তিনি এমন ধরনের নাচের রিল ভিডিও বানাতে যথেষ্ট সাবলীল। সাম্প্রতিক ভাইরাল হওয়া রিল ভিডিওতে পায়েলকে হিট ভোজপুরি গান ‘কামারিয়া বাথেলা ইয়ে রাম’এর তালেই দেখা গিয়েছে। গানটি সুমিত সিং চন্দ্রবংশীর কন্ঠেই শোনা গিয়েছে। উল্লেখ্য, গানের তালে বেগুনী রঙের ঘাঘড়া-চোলিতেই ছিলেন এদিন। প্রকাশ্য রাস্তাতেই বানিয়েছেন নিজের নাচের এই ভিডিওটি, যা পথচলতি মানুষের পাশাপাশি নজর টেনেছে নেটজনতারও। আপাতত, এই সূত্রেই নেটনাগরিকদের একাংশের মাঝে চর্চিত ও প্রশংসিত পায়েল গুপ্তা।

Related Articles

Back to top button