বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ বিনোদন মাধ্যম হয়ে উঠেছে। কারণে অকারণে যদি সোশ্যাল মিডিয়ার কোন ঝলক নেটজনতার একাংশের দৃষ্টি আকর্ষণ করে তাহলে, ঐ ঝলক একাংশের মাঝে ভাইরাল হতে বাধ্য। কনটেন্ট মন্দ হোক কিংবা ভালো তা যদি নেটনাগরিকদের ধরে রাখার ক্ষমতা রাখে তাহলে, সেই ঝলক ভাইরাল হবেই। বর্তমান যুগে ৮ থেকে ৮০ সকলেই ভাইরাল হতে চান এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। নজর কাড়তে চান সাধারণের।
বিয়ে যেকোনো মানুষের জীবনে একটা বড় অধ্যায়। বিয়ে নিয়ে অনেক স্বপ্ন থাকে অনেকেরই। আর এই বিয়েকে ঘিরেই ঘটে অনেক মজার মজার ঘটনা। ঘনিষ্ঠমহলের উপস্থিতিতে আনন্দ, মজায়, আড্ডায় কেটে যায় সময়। নতুন শুরুর আনন্দে থাকেন বর-কনেও। এই মুহূর্তে সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে তেমনই একটি খুশির মুহূর্তের ঝলক মিলেছে। যেখানে নববর-বধূ নিজেদের নতুন জীবন শুরুর আনন্দে বিয়ের রিসেপশন পার্টিতেই বলিউডের গানে করেছিলেন রোমান্টিক পারফর্ম্যান্স। আপাতত, সেই ঝলকই ‘লাভগুরু অঙ্কিত’এর ইউটিউব চ্যানেলের মাধ্যমে আরো একবার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে নতুন বর-কনে বলিউডের জনপ্রিয় ছবি ‘রাব নে বানা দি জোড়ি’র টাইটেল ট্রাকের সাথে নিজেদের বিয়ের রিসেপশন পার্টিতে সকলের সামনেই রোমান্টিক পারফর্ম্যান্স দিয়েছিলেন। তাদের চোখে মুখেই স্পষ্ট ছিল একে অপরের প্রতি ভালোবাসা, যা খুব স্বাভাবিকভাবেই নজর কেড়েছে নেটজনতার একাংশের। পারফর্ম্যান্সের শুরুতে মঞ্চে বরকে একা দেখা গেলেও, পরে দুজনে একসাথেই সকলের মন ভরিয়ে দিয়েছিলেন। তাদের একসাথে দেখে যে পরিবারের সকলেই বেশ খুশি, তা ভিডিওতে তাদের উচ্ছ্বাস দেখলেই স্পষ্ট হবে। সোশ্যাল মিডিয়ার পাতায় এই ভাইরাল হওয়া ভিডিওটি একবছর আগে শেয়ার করে নেওয়া হলেও বর্তমানে এটি আবারো দৃষ্টি আকর্ষণ করেছে একাংশের।