বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে গুরুত্বপূর্ণ একটি বিনোদন মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। নিজের প্রতিভাকে বহু মানুষের মাঝে পৌঁছে দিতেও এই সোশ্যাল মিডিয়াকেই ব্যবহার করে থাকেন তারা। আর সোশ্যাল মিডিয়াও নিরাশ করে না তার নেটনাগরিকদের। এই নেটদুনিয়াই তার নেটনাগরিকদের সামনে একাধিক পথ খুলে রেখেছে। আর সেই ভিন্ন পথগুলির মধ্যে ইউটিউব অন্যতম। সম্প্রতি এই ইউটিউবের সূত্র ধরেই আরো একটি ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে।
আজকের সময়ে দাঁড়িয়ে প্রায় সকলেরই কমবেশি একটি করে ইউটিউব চ্যানেল রয়েছে। এই চ্যানেলের সূত্র ধরে কেউ নিজের গান, কেউ নাচ কিংবা তার আঁকার কিংবা ভিন্ন ধরনের প্রতিভাকে ও কাজকে প্রকাশ করতে ব্রতী হন। আর এক্ষেত্রে ব্যর্থ হন না তারা। অবশ্য তার একাধিক প্রমাণ রয়েছে এই নেটদুনিয়াতেই। নিজেদের মতো করে সকলেই একাংশের মাঝে পরিচিতি তৈরি করে নেন। আর এক্ষেত্রে আলিশা অন্যতম। উল্লেখ্য, সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অবশ্য সেকথা আর আলাদাভাবে উল্লেখ না করলেও চলবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকটি ‘ডান্স উইথ আলিশা’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকেই শেয়ার করে নেওয়া হয়েছিল ১ বছর আগে। এই মুহূর্তে আলিশার এই নাচের ঝলক ৬০ লাখের কাছাকাছি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। ঝলকে এই যুবতীকে বলিউডের অন্যতম ব্লকবাস্টার হিট গান ‘সাত সামুন্দার’এর তালেই তাল মেলাতে দেখা গিয়েছে। এদিন নিজের বাড়ির ছাদেই বানিয়েছিলেন নিজের এই নাচের ভিডিও। খোলা চুলে, লাল শিফনে সেজে উঠেছিলেন তিনি। পরেছিলেন লাল চুড়িও। তবে এই প্রথম নয়, এর আগেও নিজের নাচের প্রতিভার উপর ভর দিয়ে নেটজনতার একাংশের মাঝে বিপুল প্রশংসা অর্জন করেছিলেন আলিশা। সম্প্রতি তার আবারো পুনরাবৃত্তি ঘটলো। অবশ্য তার ঝলক আলিশার সাম্প্রতিক ভাইরাল হওয়া নাচের ভিডিওর কমেন্টবক্সে নজর রাখলেই মিলবে।