সাম্প্রতিক এই ভাইরাল হওয়া ঝলকে মুসকান পান্ডে নামের এক নৃত্যশিল্পীর দেখা মিলেছে। এই ঝলকে তাকে জনপ্রিয় ভোজপুরি গায়ক ও নায়ক কেশরী লাল যাদবের গাওয়া একটি হিট গানের তালেই তাল মেলাতে দেখা গিয়েছিল। মুসকানকে এদিন ‘ছাতাতা তেলছাতা’ গানের তালেই দুর্দান্ত আবেদনের সহিত নিজের ঘরেই এই ভিডিওটি বানিয়েছিলেন। শ্যাওলা রঙের একটি মানানসই শাড়ি একটু অন্যভাবেই পরেছিলেন মুসকান। পাশাপাশি পরেছিলেন টাইডাই ব্লাউজও। গ্লসি মেকাপে চুলে খোঁপাও বেঁধেছিলেন তিনি। আপাতত, মুসকানের এই ঝলক নেটনাগরিকদের একাংশকে রীতিমতো ঘায়েল করেছে, সেকথা কমেন্টবক্সে নজর রাখলেই স্পষ্ট হবে। আর তিনি যে ভোজপুরি দর্শকদের মাঝে ডিজিটাল ক্রিয়েটর হিসাবে যথেষ্ট পরিচিত, তা আর বলার অপেক্ষা রাখে না। উল্লেখ্য, এর আগেও মুসকান পান্ডে নিজের এই ধরনের ঝলকের সূত্র ধরে চর্চিত হয়েছেন একাংশের মাঝে।
ভোজপুরি গানে সাহসী নেচে হৃদয় উড়িয়ে দিল এই মেয়ে, শিস দিতে লাগলেন ছেলেরা – VIRAL VIDEO
বর্তমান সময়ে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া বেশিরভাগের কাছেই বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। কমবেশি ছোট থেকে বড় প্রায় সকলেই নিজেদের অবসরের বেশিরভাগ সময়টাই কাটান সোশ্যাল মিডিয়ার পাতায়। কর্মব্যস্ত জীবনে নেটদুনিয়ায়…

আরও পড়ুন