সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে ‘জাওয়ানি জানেমন’এর তালেই দেখা গিয়েছিল নিশা গুরাগেনকে। তিনি একাধারে সোশ্যাল মিডিয়ার ক্রিয়েটর, অন্যদিকে একজন অভিনেত্রীও বটে। এদিন স্কিন কালারের শাড়িতেই দেখা দিয়েছিলেন তিনি। পরেছিলেন ডিজাইনার ব্রা কাটিং ব্যাকলেস ব্লাউজও। নিজের ঘরেই এদিন রিল বানিয়েছিলেন তিনি। এই ধরনের ভিডিও বানাতে নিশা যে যথেষ্ট সাবলীল, তা তার সোশ্যাল মিডিয়ার পাতায় নজর রাখলেই স্পষ্ট হবে। এই মুহূর্তে তার এই ঝলক মন কেড়েছে তার অনুরাগীমহলের একাংশের। সেকথা অবশ্য তার শেয়ার করে নেওয়া ঝলকের কমেন্টবক্সে নজর রাখলেই বোঝা যাবে।View this post on Instagram
শাড়ির ফাঁকে উন্মুক্ত নাচি, ‘Jawani Janeman’, গানে নজর কাড়া নাচ, ভাইরাল ভিডিও
বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরেছেন। ফলও পেয়েছেন হাতেনাতে। বর্তমান…

আরও পড়ুন