Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

হিন্দুদের অন্যতম প্রধান দেবী দক্ষিণাকালী, কিভাবে হল পুজোর সূত্রপাত

শ্রেয়া চ্যাটার্জি - হিন্দুদের প্রধান দেবী কালীর এক অন্যতম রূপ দক্ষিণা কালী। এই কালীর রূপ মহাকালী এবং শ্মশানকালী থেকে একটু আলাদা। দক্ষিণ দিকের অধিপতি যম, যে কালীর ভয়ে পালিয়ে যায়,…

Avatar

শ্রেয়া চ্যাটার্জি – হিন্দুদের প্রধান দেবী কালীর এক অন্যতম রূপ দক্ষিণা কালী। এই কালীর রূপ মহাকালী এবং শ্মশানকালী থেকে একটু আলাদা। দক্ষিণ দিকের অধিপতি যম, যে কালীর ভয়ে পালিয়ে যায়, তার নামই দক্ষিণাকালী।

দক্ষিণা কালীর ডান পা শিবের বুকের ওপর। তিনি অন্যান্য কালীর রূপ থেকে একটু আলাদা এবং তাকে ঘর, মন্দিরে পূজা করা হয়। মুক্তকেশ, চতুর্ভূজা এবং মুণ্ডমালা গলায় ঝুলছে। গায়ের রং গভীর নীল বর্ণ, আকাশ এবং নীল সমুদ্রে ন্যায়, তিনি দিগম্বরী। দাঁত উজ্জ্বল শ্বেতবর্ণ, স্তনযুগল উন্নত, তিনি ত্রিনয়নী। তার তৃতীয় নয়নের নিচে সূর্য, চন্দ্র, অগ্নির প্রতীক দেখা যায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

গুরু কৃষ্ণানন্দ আগমবাগীশ, যিনি ছিলেন রামপ্রসাদ সেনের গুরু তিনি স্বপ্নে কালীর ভাবমূর্তি রচনা করার আদেশ পান। সেখানেই দেবী জানান, পরের দিন সকালে যে নারীকে তিনি দেখবেন, তার রূপ অনুযায়ী কালীর রূপ তৈরি করতে হবে। সেই মতো পরেরদিন সকালে তিনি যে নারীকে দেখেন তিনি কৃষ্ণবর্ণা, তার ডানপা সামনে, উন্মুক্ত কালো কেশ এবং বাম হাত উত্তোলন এর দ্বারা দেওয়ালে গোবর স্থাপন করছেন। হঠাৎ করে আগমবাগীশ কে দেখে সেই নারী লজ্জা কাটে। এই নারীর রূপ কে ভেবেই দক্ষিণাকালী তৈরি হয়।

About Author