নিউজরাজ্য

বাংলায় গত ২৪ ঘন্টায় কমল দৈনিক সংক্রমণ, তবে একদিনেই প্রাণ গেল ৬ জনের

বাংলায় দৈনিক পজিটিভিটি রেট কমেছে ৮.৮৭ শতাংশ

Advertisement
Advertisement

জুন মাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও জুলাই মাসের শেষের দিকে বাংলার বুকে করোনার চোখ রাঙানি অব্যাহত রয়েছে। প্রায় প্রতিদিন একধাক্কায় বৃদ্ধি পাচ্ছিল দৈনিক সংক্রমণের সংখ্যা। তবে গত ২৪ ঘন্টায় সংক্রমণের হার নিম্নমুখী হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন রাজ্যবাসীরা। আজ অর্থাৎ শুক্রবার রাজ্য স্বাস্থ্য দপ্তর একটি পরিসংখ্যান প্রকাশ করে জানিয়েছে যে গত ২৪ ঘন্টায় করোণা আক্রান্ত হয়েছেন ১২৮৪ জন। তবে তা আগের ২৪ ঘন্টার তুলনায় অনেকটাই কম।

Advertisement
Advertisement

আসলে গতকাল দৈনিক সংক্রমণ ছিল ১৪০০ এর বেশি। আজ সেই সংক্রমণ কমে হয়েছে ১২৮৪ জন। দৈনিক পজিটিভিটি রেট কমেছে ৮.৮৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ২৩৫ জন। কলকাতার পর দৈনিক সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘন্টায় এই জেলায় আক্রান্ত হয়েছেন ১৫৭ জন। এরপর তৃতীয় স্থানে রয়েছে বীরভূম। তবে গত ২৪ ঘন্টায় জলপাইগুড়ি কোভিড গ্রাফ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এক ধাক্কায় সংক্রমণের মাত্রা অনেকটাই বেড়ে গিয়ে একদিনে জলপাইগুড়িতে আক্রান্ত হয়েছে ৮২ জন।

Advertisement

তবে গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা কমলেও মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। উত্তর ২৪ পরগণায় করোনা গ্রাসে মৃত্যু হয়েছে ২ জনের। বাকি কলকাতায় প্রাণ হারিয়েছেন ১ জন। সবমিলিয়ে গত ২৪ ঘন্টায় বাংলায় করোনায় মারা গেছেন ৬ জন।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button