জ্যোতিষ

Horoscope: আজ ৯ই অক্টোবর, শনিবারে কোন কোন রাশির সময় ভালো কাটবে না

Advertisement
Advertisement

আজ ৯ই অক্টোবর (২২শে আশ্বিন) শনিবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি

Advertisement
Advertisement

মেষ (ARIES): আজ আপনার বাড়ির ছোট ভাই বোনের প্রতি স্নেহ বাড়তে পারে । বাড়ির ছোট সদস্যের প্রতি অনুরাগ বাড়তে পারে। ছোটদের সাথে সব মিলিয়ে আজকের দিনটি বেশ সুখকর হবে।

Advertisement

বৃষ (TAURUS): আজ আপনার দিনটি খুব একটা সুখকর নয়। ব্যবসায় টাকার সমস্যার সম্মুখীন হতে পারেন। বুঝে শুনে খরচ করুন। ঋণ নেওয়ার সম্ভাবনা আছে। দেখে শুনে টাকা ঋণ নিন।

Advertisement
Advertisement

মিথুন (GEMINI): আজ আপনি বাডিতে হঠাৎ কোনো বড় বিপদের সম্মুখীন হতে পারেন। চোখ কান খোলা রেখে কাজ করুন। নিজের প্রতি যত্নশীল হন। দিনটি খুব একটা ভালো যাবেনা।

কর্কট (CANCER): আজ আপনার পরিবারের কোনো সদস্যের সাথে পারিবারিক অশান্তি হতে পারে। মাথা ঠান্ডা রেখে সব অশান্তি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।

সিংহ (LEO): আজ আপনার টাকা পয়সার সমস্যা দেখা দিতে পারে। বিনা কারণে বাজে খরচ করবেন না। আজ ধননাশ হওয়ার প্রবল সম্ভাবনা কাজেই লটারি, বাজি, জুয়াখেলা থেকে বিরত থাকুন।

কন্যা (VIRGO): আজ আপনার নাম কোনো মামলা মোকর্দ্দমায় জড়িয়ে যেতে পারে। বিপুল পরিমাণে অর্থ খরচ হতে পারে। এই মামলায় হার হবে। মন শক্ত রেখে কাজ করুন।

তুলা(SCORPIO): আজ আপনার নতুন বাড়িতে গৃহপ্রবেশ হবে। নতুন বাড়ি সাজানোর জন্য বেশ খরচ হতে পারে। বুঝে শুনে টাকা পয়সা খরচ করুন। দিনটি বেশ ভালোই কাটবে।

বৃশ্চিক (SAGITTARIUS): আজ আপনার দিনটি খুব একটা সুখকর নয়। কাজের চাপে খুব ক্লান্তি অনুভব করতে পারেন। নিজের শরীরের প্রতি যত্নশীল হন। ঠিক করে খাওয়া দাওয়া করুন।

ধনু (SAGITTARIUS): আজ আপনার দিনটি বেশ ভালো। সঙ্গীত জগতে বেশ নাম ডাক হতে পারে। মন দিয়ে সঙ্গীত চর্চা করুন। প্রতিদিন নিয়ম করে গানের রেওয়াজ করুন।

মকর ((CAPRICORN): আজ আপনার সন্তানের জন্য চিন্তায় থাকতে পারেন। কোনো বড় অসুখ হতে পারে। সন্তানের প্রতি যত্নশীল হন। ভালো ডাক্তারের কাছে চিকিৎসা করান। বেশি করে সময় দিন।

কুম্ভ (AQUARIUS): আজ আপনার দিনটি বেশ সুখকর। কাজের জায়গায় প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে। আপনার ব্যবসায়ে উন্নতি হতে পারে। আর্থিক উন্নতি হতে পারে।

মীনঃ (PISCES): আজ আপনি শারীরিক ভাবে কষ্ট পেতে পারেন। জ্বর সর্দি কাশি হলে ভালো জায়গায় চিকিৎসা করান। নিজের প্রতি যত্নশীল হবেন। ভেঙে পড়বেননা।

Advertisement

Related Articles

Back to top button