আজ ৮ই ফেব্রুয়ারী (২৫ শে মাঘ) সোমবার, রাশি অনুযায়ী জেনে নিন!
মেষঃ আজ আপনার বিপুল পরিমাণ অর্থ খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। বুঝে-শুনে টাকা পয়সা খরচ করুন। আয়ের চেয়ে বেশি ব্যয় না করে টাকা জমাতে শিখুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবৃষঃ আজ আপনার সন্তান নানান ভাবে শারীরিক কষ্টে ভুগতে পারেন। জ্বর সর্দি কাশি হলে ভালো জায়গায় চিকিৎসা করান। সন্তানের প্রতি যত্নশীল হবেন। ভেঙে পড়বেননা।
মিথুনঃ আজ আপনি কোনো অসৎসঙ্গে মিশে আয় করতে পারে। সেই উপার্জনে লাভ হলেও ভবিষ্যতে বড় ক্ষতি হতে পারে। অসৎ সঙ্গ এড়িয়ে চলুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।
কর্কটঃ আজ আপনার ভাইয়ের সাথে বেশ দিনটি ভালো যাবে। দুজনের সম্পর্ক মধুর হবে। দুই ভাই একসাথে ভালো সময় কাটান।
সিংহঃ আজ আপনার রাস্তায় বিপদের সম্ভাবনা আছে। বাইক বা সাইকেলে কোনো বিপদের সম্মুখীন হতে পারেন। চোখ কান খোলা রেখে রাস্তা দিয়ে হাঁটাচলা করুন।
কন্যাঃ আজ আপনার কঠিন কাজে সাহায্য লাগবে। সবচেয়ে কাছের বন্ধুর থেকেই থেকেই পরামর্শ নেবেন। দেখে শুনে কাজ করুন।
তুলাঃ আজ আপনার বাইরে ভ্রমণের সুযোগ আসতে পারে। ভালো করে ও সাবধানে বাইরে ঘুরবেন। বাইরে পরিবারের সাথে ভ্রমণে বেশ আনন্দে দিনটি যাবে।
বৃশ্চিকঃ আজ আপনার দিনটি খুব একটা সুখকর নয়। আজ আপনার টাকার সমস্যার সম্মুখীন হতে পারেন। বুঝে শুনে খরচ করুন। দেখে শুনে টাকা ঋণ নিন।
ধনুঃ আজ আপনার বহুদিনের কোনো পুরোনো দ্রবাদি খুজে পাওয়ার আকাঙ্ক্ষা থাকবে তা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাপ্তির পর কোনো মানত থাকলে অবশ্যই পূরণ করুন।
মকরঃ আজ আপনার দিনটি খুব একটা সুখকর নয়। ব্যবসায়ে শত্রুর সংখ্যা বাড়তে পারে। দেখে শুনে বন্ধু নির্বাচন করুন। সাবধানে ব্যবসার কাজ কর্ম করুন।
কুম্ভঃ আজ আপনার দিনটি বেশ সুখকর নয়। আজ আপনার জন্য শোক সংবাদ আসতে পারে। মাথা ঠান্ডা রাখুন। সহজে ভেঙে পড়বেননা।
মীনঃ অত্যধিক মানসিক চাপে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হতে পারেন। বড় কাজে হাত দেওয়ার আগে অবশ্যই পরিবারের সঙ্গে আলোচনা সেরে নিন।