Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আজ ৭ই সেপ্টেম্বর জানুন আজকের রাশিফল

সুপ্রভাত। দেখে নেওয়া যাক আজকে কোন রাশির মানুষের ভাগ্যে কী ঘটতে পারে। মেষ-- আজ শরীর নিয়ে একটু সচেতন থাকুন। আর্থিক লাভের যোগ রয়েছে। পরিবারের কারোর কোনো আচরণ খারাপ লাগতে পারে,…

Avatar

সুপ্রভাত। দেখে নেওয়া যাক আজকে কোন রাশির মানুষের ভাগ্যে কী ঘটতে পারে।মেষ– আজ শরীর নিয়ে একটু সচেতন থাকুন। আর্থিক লাভের যোগ রয়েছে। পরিবারের কারোর কোনো আচরণ খারাপ লাগতে পারে, ধৈর্য রাখুন।বৃষ– শরীরের কোনো দীর্ঘমেয়াদি রোগ অস্বস্তি দিতে পারে, চিকিৎসকের কাছে যেতে দ্বিধা করবেন না। আজ গুণী মানুষের সঙ্গলাভ রয়েছে।মিথুন– কোনো কাছের মানুষ বা আত্মীয় বন্ধুর সঙ্গে মতের অমিল হতে পারে, নিজেকে শান্ত রাখবেন। আকস্মিক কোনো পুরোনো বন্ধু বাড়ি আসতে পারে।কর্কট– জিনিসপত্র বা বিষয়-আশয় নিয়ে সচেতন থাকুন। অবশ্য আর্থিক লাভও হতে পারে। বিনোদনমূলক কাজে অংশ নিন।সিংহ– আজ বিভিন্ন রকম মানসিক চাপের জন্য ক্লান্তি অনুভব করতে পারেন। নিজের মত ব্যস্ত থাকবেন, অকারণে কারোর সঙ্গে কোনো বিষয় নিয়েই আলোচনার প্রয়োজন নেই আজ।কন্যা– মানসিক ভাবে কোনো কারণে অসন্তোষ থাকবে। হতে পারে এর মধ্যেই অপনাকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হচ্ছে। খুব স্থিরতার সঙ্গে ভাবনাচিন্তা করে সিদ্ধান্ত নিন।তুলা– যে কোনোরকম সিদ্ধান্ত নিতে হলে ভাবনাচিন্তা করুন। কোনো কাজে আকস্মিক বাধা তৈরি হলে ঘাবড়াবেন না, মন লাগিয়ে শেষ করুন। যে কোনো সম্পর্ক মজবুত করার পক্ষে ভালো দিন।বৃশ্চিক– কোনো কাজে সাফল্য আসতে পারে। রয়েছে শারীরিক উন্নতির সম্ভাবনা।ধনু– কাজে জোশ আসবে। যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে। দিনটা বিনোদনের জন্য বেশ ভালো।মকর– হালকা মেজাজে সবার সঙ্গে কথা বলুন, কোনো রকম তর্ক বিতর্কে অংশ নিতে যাবেন না। প্রেম ভালোবাসার জন্য বেশ ভালো দিন আজ।কুম্ভ– সকাল থেকে মন-মোজাজ ফুরফুরে থাকবে, আপনি সেগুলি কাজে লাগিয়ে যে কোনো কঠিন কাজও সেরে ফেলবেন। গবেষণার সঙ্গে যুক্ত ব্যক্তিরা সাফল্য পাবেন।মীন– যে কোনো কাজ সতর্ক হয়ে করবেন। কারোর সঙ্গে অপ্রয়োজনীয় আলাপ করার দরকার নেই আজ। আর্থিক লাভ হতে পারে।
About Author