আজ ৪ঠা ফেব্রুয়ারী (২১শে মাঘ) বৃহস্পতিবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।
মেষঃ আজ আপনার শিক্ষাক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে বেশ বড় বাধা আসতে পারে। ভেঙে পড়বেননা। মন দিয়ে নিজের পড়াশোনা করুন সাফল্য পাবেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবৃষঃ আজ দিনটি বেশ অশুভ। বিদ্যুৎ থেকে আপনার কোনো বড় বিপদের সম্ভাবনা আছে। সাবধানে চলাফেরা করুন। নিজের প্রতি যত্নশীল হন।
মিথুনঃ আজ আপনার দিনটি বেশ সুখকর নয়। আয়ের থেকে সঞ্চয়ের কথা চিন্তা ভাবনা মাথায় আসতে পারে। বুঝে শুনে টাকা পয়সা খরচ করুন
কর্কটঃ আজ আপনি কারোর কাছে ঠকতে পারেন। সম্মানহানি হওয়ার প্রবল সম্ভাবনা আছে। সবাইকে সহজে বিশ্বাস করবেননা। দেখে শুনে কাজ করুন। সাবধানে থাকুন।
সিংহঃ আজ আপনি চর্মরোগে কষ্ট পেতে পারেন। ফেলে না রেখে ভালো চর্ম বিশেষজ্ঞের কাছে পরামর্শ নিন। নিজের প্রতি যত্নশীল হন। ডাক্তারের কথা মতো ওষুধ খান।
কন্যাঃ আজ আপনার ব্যবসায়ে বেশ উন্নতি হতে পারে। ব্যবসার কাজের পরিধি বাড়তে পারে। পার্টনারশিপে লাভ হওয়ার সম্ভাবনা আছে। দিনটি বেশ ভালোই কাটবে।
তুলাঃ আজ আপনার অনেক দিনের মনের ইচ্ছে পূরণ হতে পারে। মন দিয়ে নিজের কাজ করুন। কাজে সফলতা পেতে পারেন। দিনটি বেশ ভালোই যাবে।
বৃশ্চিকঃআজ আপনার দিনটি বেশ শুভ। লটারির টিকিট কেটে থাকলে জিততে পারেন। লটারির অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা আছে। দিনটি বেশ ভালোই কাটবে।
ধনুঃ আজ আপনি কোনো কারণে বেশ মনমরা থাকতে পারেন। আপনার উদাসীনতায় নিজের চরম কোনো ক্ষতি হতে পারে। মাথা ঠান্ডা রেখে নিজেকে সময় দিন।
মকরঃআজ আপনার দিনটি বেশ সুখকর। নিজের পড়াশোনার জন্য বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। মন দিয়ে নিজের পড়াশোনা করুন।
কুম্ভঃ আজ দিনটি বেশ সুখকর হতে পারে। সাবধানে সঙ্গে কাজ করলে অবশ্যই মিলবে স্বীকৃতি। মন দিয়ে নিজের কাজ করুন।
মীনঃ আজ দিনটি বেশ সুখকর। আপনি পুরোনো ঋণ শোধ করে দিতে পারেন। বুঝে শুনে টাকা পয়সা খরচ করুন। আয়ের চেয়ে বেশি ব্যয় করবেননা।