আজ ৩১শে মে(১৬ই জ্যৈষ্ঠ) সোমবার, রাশি অনুযায়ী জেনে নিন!
মেষঃ আজ আপনি কারোর প্রতি খুব তাড়াতাড়ি রেগে যেতে পারেন। মাঝে মাঝে বোকা আচরণ করতে পারবেন। অতিরিক্ত রাগে আপনার ক্ষতি হতে পারে।
বৃষঃ আজ আপনার জন্য আমন্দের সংবাদ আসতে পারে। নতুন চাকরির খোঁজ আসতে পারে। ভালো বিয়ের সমন্ধ আসতে পারে। দেখে শুনে সমন্ধ ঠিক করুন। দিনটি বেশ সুখকর।
মিথুনঃ আজ আপনার দিনটি বেশ ভালো। সঙ্গীত জগতে বেশ নাম ডাক হতে পারে। মন দিয়ে সঙ্গীত চর্চা করুন। প্রতিদিন নিয়ম করে গানের রেওয়াজ করুন।
কর্কটঃ আজ আপনার অফিসে কাজের চাপ বাড়তে পারে। ব্যবসায়ে পরিশ্রম বৃদ্ধি হতে পারে। দেখেশুনে মন দিয়ে কাজ করুন। কাজের পাশাপাশি নিজের প্রতি যত্ন নিন।
সিংহঃ আজ আপনার দিনটি বেশ সুখকর নয়। দীর্ঘদিন অসুস্থ থাকলে ফেলে না রেখে ভালো কোথাও চিকিৎসা করান। স্বল্প খরচে চিকিৎসায় বিভ্রাট দেখা দিতে পারে। দেখে শুনে কাজ করুন।
কন্যাঃ আজ আপনার সঞ্চিত অথ বিপুল পরিমাণে খরচ হওয়ার সম্ভাবনা আছে। বুঝে- শুনে টাকা ব্যয় করুন। বিনা কারণে টাকা পয়সা খরচ করবেননা। সব দিক বিবেচনা করুন।
তুলাঃ আজ আপনার প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে। মাথা ঠান্ডা রেখে সব ঝগড়া ঝামেলা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। দিনটি খুব একটা সুখকর নয়।
বৃশ্চিকঃ আজ আপনার রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি হতে পারে। নিজের প্রতি যত্নশীল হন। বেশি মিষ্টি,আলু, ভাত জাতীয় খাবার থেকে দূরে থাকুন। ডাক্তারের পরামর্শ মতো কাজ করুন।
ধনুঃ আজ বিদ্যার্থীদের জন্য দিনটি বেশ শুভ। নিজেদের উচ্চশিক্ষার জন্য বাইরের স্কুল কলেজে সুযোগ পাবেন। মন দিয়ে নিজেদের পড়াশোনা করুন। আজ পরীক্ষায় সাফল্য পেতে পারেন।
মকরঃ আজ আপনার দিনটি বেশ সুখকর নয়। আজ আপনার জন্য শোক সংবাদ আসতে পারে। মাথা ঠান্ডা রাখুন। সহজে ভেঙে পড়বেননা।
কুম্ভঃ আজ আপনার সন্তানের প্রতি ভালোবাসা বাড়তে পারে। বাড়ির ছোট সদস্যের প্রতি অনুরাগ বাড়তে পারে। সব মিলিয়ে দিনটি সুখকর হবে।
মীনঃ আজ আপনি বাডিতে হঠাৎ কোনো বড় বিপদের সম্মুখীন হতে পারেন। চোখ কান খোলা রেখে কাজ করুন। নিজের প্রতি যত্নশীল হন। দিনটি খুব একটা ভালো যাবেনা।