Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আজ ২রা অক্টোবর, জানুন আজকের রাশিফল

সুপ্রভাত। দেখে নেওয়া যাক আজকে কোন রাশির মানুষের ভাগ্যে কী ঘটতে পারে। মেষ-- আপনার ভদ্র ব্যবহার আজ আপনার পরিচয় দেবে। সাংসারিক খরচ বাড়তে পারে। বৃষ-- মানসিক অশান্তি থাকতে পারে দুশ্চিন্তার…

Avatar

সুপ্রভাত। দেখে নেওয়া যাক আজকে কোন রাশির মানুষের ভাগ্যে কী ঘটতে পারে।

মেষ– আপনার ভদ্র ব্যবহার আজ আপনার পরিচয় দেবে। সাংসারিক খরচ বাড়তে পারে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বৃষ– মানসিক অশান্তি থাকতে পারে দুশ্চিন্তার কারণে। বন্ধু বা পরিবারের সঙ্গে আড্ডা দিন। আর্থিক লাভ হতে পারে।

মিথুন– মন মেজাজ খারাপ থাকলে নিজের পছন্দ মত কাজে ব্যস্ত থাকুন। পরিবারের সুপরামর্শ কর্মক্ষেত্রে সুবিধা আনবে। প্রেমের জন্য বিশেষ সুখকর দিন না।

কর্কট– কোনো সৃজনশীল কাজে নিজেকে যুক্ত রাখুন। আজ সঞ্চয়ের পক্ষে শুভ দিন। রোমান্টিকতা আসতে পারে মনে প্রিয়জনের জন্য।

সিংহ– আজ যোগ ব্যায়াম দিয়ে দি শুরু করলে মানসিক সুস্থতা থাকবে। আপনার অকুতোভয় মনোভাব লাভবান করবে আপনাকে। প্রেম আসতে পারে।

কন্যা– আজ আপনি মানুষজনকে খুশি করতে পারেন। বন্ধুদের সঙ্গে আড্ডা চলতে পারে, তবে অযথা খরচ বাঁচিয়ে চলুন। কর্মক্ষেত্রেও বেশ ভালো কাটবে।

তুলা– আজ বেশ চাঙ্গা থাকতে হবে। কাজে চাপ পড়তে পারে। পর্যাপ্ত বিশ্রাম লাগবে। কোনো ভালো খবর আসতে পারে।

বৃশ্চিক– শরীর নিয়ে সচেতন থাকতে হবে। কোনো আর্থিক বিষয় নিয়ে পরিকল্পনা করলে পরিবারের সঙ্গে পরামর্শ করুন।

ধনু– আজ কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে। তবে কিছু অপ্রত্যাশিত দায়িত্বে জড়িয়ে পড়তে পারেন। প্রেমের জন্য বিশেষ সুখকর দিন না।

মকর– দিনটা বন্ধু আত্মীয়দের সঙ্গে বেশ ভালো কাটতে পারে। তবে সাবধান হতে হবে অপ্রয়োজনীয় খাওয়া নিয়ে, যা শরীর খারাপ করতে পারে। ব্যবসা বা কর্মক্ষেত্রে গাফিলতি করা থেকে বিরত থাকুন।

কুম্ভ– মানসিক শান্তির জন্য নিজের পছন্দ মত কাজ করুন। সামাজিক ও ধর্মীয় কাজে যুক্ত হন। আর্থিক খরচ চিন্তার কারণ হতে পারে।

মীন– এমন কারোর সঙ্গে আলাপ হতে পারে যিনি আপনার মধ্যে বিশেষ প্রভাব ফেলবেন। আর্থিক বিষয়ে স্ত্রীর সঙ্গে মতভেদ হওয়ার সম্ভাবনা। ধর্মীয় স্থানে যাওয়ার জন্য শুভ দিন।

About Author