আজ ২রা ডিসেম্বর (১৩ই অগ্রহায়ণ) বৃহস্পতিবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি
মেষ (ARIES): আজ আপনি এবং আপনার পরিবারের সুনাম নষ্ট হতে পারে কোনো ব্যক্তির জন্য। সাবধান হন। সবাইকে সব কিছু কথা বলবেন না। দেখে শুনে বন্ধু নির্বাচন করুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবৃষ (TAURUS): আজ আপনার দিনটি বেশ ভালো। আজ আপনার অনেকদিনের মনোবাঞ্ছা পূর্ণ হতে পারে। মন দিয়ে কাজ করুন। কাজে সাফল্য পেতে পারেন।
মিথুন (GEMINI): আজ আপনি শারীরিক ভাবে অসুস্থ হতে পারেন। দীর্ঘ দিন ধরে অনিদ্রায় কষ্ট পেতে পারেন। নিজের প্রতি যত্নশীল হন। ঠিক করে ঘুমের ওষুধ সেবন করুন।
কর্কট (CANCER): আজ ব্যবসায়ীদের জন্য দিনটি বেশ ভালো।নিজের পৈতিক ব্যবসায়ে লাভের মুখ দেখতে পারেন। ব্যবসার উৎপাদন বৃদ্ধি হতে পারে। কাজে সাফল্য আসতে পারে। মন দিয়ে কাজ করুন
সিংহ (LEO): আজ আপনার দিনটি বেশ সুখকর নয়। আয়ের থেকে সঞ্চয়ের কথা চিন্তা ভাবনা মাথায় আসতে পারে। বুঝে শুনে টাকা পয়সা খরচ করুন। ঋণ নেওয়ার সম্ভাবনা আছে।
কন্যা (VIRGO): আজ আপনার ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ বাড়তে পারে। সঙ্গীকে পর্যাপ্ত সময় দিন। একে অপরের সাথে ভালো সময় কাটান। দাম্পত্য জীবন সুখকর হবে।
তুলা (LIBRA): আজ আপনার বিলাসবহুল জীবন কাটানোর ইচ্ছে জাগতে পারে। এই বিলাসিতার জন্য অনেক বেশি টাকা পয়সা খরচ করতে পারেন। নিজেকে সময় দিন।
বৃশ্চিক (SCORPIO): আজ আপনার দিনটি বেশ সুখকর নয়। দীর্ঘদিন অসুস্থ থাকলে ফেলে না রেখে ভালো কোথাও চিকিৎসা করান। স্বল্প খরচে চিকিৎসায় বিভ্রাট দেখা দিতে পারে। দেখে শুনে কাজ করুন।
ধনু (SAGITTARIUS): আজ আপনার কোনো আত্মীয়ের সাথে পারিবারিক অশান্তি হতে পারে। মাথা ঠান্ডা রেখে সব অশান্তি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।
মকর (CAPRICORN): আজ আপনি কোনো ঝুঁকিপূর্ণ কজে সাফল্য পেতে পারেন। এই কাজের জন্য বেশ প্রশংসা পেতে পারেন। মন দিয়ে নিজের কাজ করুন। দিনটি বেশ ভালোই কাটবে।
কুম্ভ (AQUARIUS): আজ আপনি কোনো সত্যি কথা বললে শত্রু তৈরি হবে। আপনার উচিত কথাতে আপনার ক্ষতি হতে পারে। সাবধানে থাকুন। দিনটি বেশ সুখকর নয়।
মীন (PISCES): আপনার দিনটি খুব একটা সুখকর নয়। বাড়িতে টাকা পয়সার সমস্যা দেখা দিতে পারে। সংসারে অভাব অনটন আসতে পারে। দেখে শুনে কাজ করুন।