আজ ২৯ শে সেপ্টেম্বর (১২ই আশ্বিন) বুধবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটিমেষ (ARIES): আজ আপনার দিনটি খুব একটা সুখকর নয়। টাকার সমস্যার সম্মুখীন হতে পারেন। বুঝে শুনে খরচ করুন। ঋণ নেওয়ার সম্ভাবনা আছে। দেখে শুনে টাকা ঋণ নিন।বৃষ (TAURUS): আজ আপনি শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়তে পারে। মাথার যন্ত্রণায় ভুগতে পারেন। নিজের প্রতি যত্নশীল হন। ভালো ডাক্তারের কাছে চিকিৎসা করান।মিথুন (GEMINI): আজ আজ আপনার দিনটি বেশ সুখকর হবে। নতুন অফিসে কাজের সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে। ভালো চাকরিতে অন্য জায়গায় বদলি হতে পারে। মন দিয়ে কাজ করুন।কর্কট (CANCER): আজ আপনার জন্য দিনটি বেশ সুখকর হবে। অনেক দিনের আশা পূরণ হতে পারে। ব্যবসায় গৃহে সর্বত্র শ্রীবৃদ্ধি ও সমৃদ্ধি হতে পার। জীবনে সুখ আসতে পারে।সিংহ (LEO) : আজ আপনি কোনো নিয়ম ভাঙার জন্য টাকা ফাইন হতে পারে। দেখে শুনে কাজ করুন। সাবধানে চলা ফেরা করুন। দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে।কন্যা (VIRGO): আজ আপনি কোনো নিয়ম ভাঙার জন্য টাকা ফাইন হতে পারে। দেখে শুনে কাজ করুন। সাবধানে চলা ফেরা করুন। দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে।তুলা (LIBRA): আজ আপনার কোনো সুপ্ত প্রতিভা মানুষের সামনে প্রকাশ পেতে পারে। মন দিয়ে নিজের কাজ করুন। নিজের কার্যে সফলতা পেতে পারেন। দিনটি বেশ ভালোই যাবে।বৃশ্চিক (SCORPIO): আজ আপনার স্ত্রীর সাথে দাম্পত্য কলোহ লেগেই থাকবে। নিজের মাথা ঠান্ডা রাখুন। নিজে থেকে স্ত্রীর সাথে সব ঝগড়া ঝামেলা মিটিয়ে নিন। বেশি ঝগড়াতে ক্ষতি বেশি হতে পারে।ধনু (SAGITTARIUS): আজ আপনার কাছের কোনো মানুষ বিশ্বাসঘাতকতা করতে পারেন। দেখে শুনে বন্ধু করুন। সহজে সকলকে বিশ্বাস করবেননা। দিনটি খুব একটা ভালো যাবেনা।মকর (CAPRICORN): আজ আপনার প্রচন্ড পরিমাণে অলসতা বৃদ্ধি পেতে পারে। কোনো কাজে মন দিতে পারবেননা। প্রতিদিন নিয়ম তি যোগাভ্যাস করুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।কুম্ভ (AQUARIUS): চাকরি ও ব্যবসা উভয়ক্ষেত্রে আশাতীত লাভের সম্মুখীন হতে পারে। নতুন ব্যবসা শুরু করার দিনটি বেশ শুভ। আয় বৃদ্ধি হতে পারে। ভালো কাজের জন্য প্রশংসা পেতে পারেন।মীন (PISCES): আজ আপনি কোনো কারণে মানসিক আঘাত পেতে পারেন। অতৃপ্তি কিংবা অপূর্ণতা আপনার মনে হতাশা সৃষ্টি করতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটান।