আজ ২৭শে আগস্ট, বৃহস্পতিবার। রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।
মেষঃ আজকের দিনটি আপনার অন্যরকম কাটতে চলেছে। মিত্রতা লাভ করার প্রবল সম্ভাবনা রয়েছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবৃষঃ কর্মক্ষেত্রে আপনার আজ খুবই ভালো কাটবে। কর্মে অগ্রগতি দেখা দিতে পারে। ফলে মানসিক শান্তি উপভোগ করবেন।
মিথুনঃ কোনো কারণে আপনার মধ্যে দুশ্চিন্তা তৈরি হতে পারে। কাছের মানুষদের সাথে আলোচনা করুন।
কর্কটঃ কাছের মানুষের দ্বারা আজ আপনি অপমানিত হতে পারেন। মানসিক দিক দিয়ে প্রস্তুত থাকুন।
সিংহঃ শারীরিক দিক দিয়ে আজ আপনার মোটেই ভালো কাটবে না। মস্তকে আঘাত পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
কন্যাঃ আজকের দিনটি আপনার জন্য বিশেষ ভাবে ভালো কাটবে। পুরনো শত্রুর সঙ্গে সমঝোতা হতে পারে।
তুলাঃ কোনো কারণে আজ হঠাৎ আপনার মধ্যে উদ্বেগ বৃদ্ধি পেতে চলেছে। হতাশ না হয়ে সমস্যার সমাধান করুন।
বৃশ্চিকঃ শারীরিক দিক দিয়ে আজকের দিনটি আপনার বিশেষ শুভ। আরোগ্য লাভ করার সম্ভাবনা তৈরি হবে।
ধনুঃ কোনো কারণে আজ আপনার শরিকি সমস্যা দেখা দিতে পারে। আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া জরুরি।
মকরঃ আজ আপনার সুপ্ত প্রতিভার বিকাশ ঘটতে পারে। যার ফলে কর্মক্ষেত্রে সুনাম অর্জন করতে পারেন।
কুম্ভঃ কাছের মানুষদের সাথে আজ আপনার মতবিরোধ দেখা দিতে চলেছে। আলোচনা করে মিটিয়ে নিন।
মীনঃ হঠাৎ করেই আজ আপনি বিষাদগ্রস্ত হয়ে পড়তে পারেন। পরিবারের সদস্যদের সাথে সময় কাটান।