আজ ২৬শে মে(১১ই জ্যৈষ্ঠ) বুধবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।
মেষঃ আজ আপনার আর্থিক লাভ হতে পারে। নাম ডাক হতে পারে। যশ প্রতিপত্তি বেড়ে যাবে। মনে হিংসে আনবেননা। দিনটি বেশ ভালোই যাবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবৃষঃ আজ আপনার বাড়ির কোনো সদস্যের সাথে ঝগড়া বিবাদ হতে পারে। মাথা ঠান্ডা রেখে সব ঝগড়া ঝামেলা মিটিয়ে নিন। মন শান্ত রাখুন। মন ভালো করার জন্য প্রতদিন যোগাভ্যাস করুন।
মিথুনঃ আজ আপনি কাছের মানুষের থেকে উপহার পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাপ্তির সুখ দিনটি আরো সুখকর করে তুলবে। দিনটি বেশ ভালোই যাবে।
কর্কটঃ আজ আপনি সাধারণ মানুষের হয়ে কাজ করবেন। জনসেবায় সারাদিন ব্যস্ত থাকবেন। মন দিয়ে নিজের কাজ করুন। পাশাপাশি নিজের খেয়াল রাখতে ভুলবেননা।
সিংহঃ আজ আপনি কোনো কাজে একাধিকবার ব্যর্থ হলে ভেঙে না পড়ে মনে আশা রাখুন। আজকের দিনটি আপনার জন্য শুভ।
কন্যাঃ আজ আপনার পৈতৃক সম্পত্তি লাভ হতে পারে। যশ প্রতিপত্তি বেড়ে যাবে। মনে হিংসে আর অহংকার আনবেননা। দিনটি বেশ ভালোই যাবে।
তুলাঃ আজ আপনার দিনটি বেশ শুভ। পুরোনো কোনো সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা আছে। মন দিয়ে নিজের কাজ করুন। চোখ কান খোলা রেখে কাজ করুন।
বৃশ্চিকঃ আজ আপনি পুরোনো কোনো মানসিক আঘাত পেয়ে থাকলে সেই হতাশা থেকে মুক্তি পেতে পারেন। পরিবারের সঙ্গে সময় কাটান। দিনটি বেশ ভালোই কাটবে।
ধনুঃ আজ আপনি পিতার পরামর্শে কোনো কাজ করলে তাতে সাফল্য পেতে পারেন। মন দিয়ে নিজের পড়াশোনা বা কাজ করুন। দিনটি বেশ ভালোই কাটবে।
মকরঃ আজ আপনি কোনো সত্যি কথা বললে শত্রু তৈরি হবে। বুঝে শুনে কথা বলার চেষ্টা করুন। উচিত কথাতে আপনার ক্ষতি হতে পারে। অসৎসঙ্গ এড়িয়ে চলুন।
কুম্ভঃ আজ আপনার পরিবারের কোনো সদস্যের সাথে পারিবারিক অশান্তি হতে পারে। মাথা ঠান্ডা রেখে সব অশান্তি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।
মীনঃ আজ আপনার স্ত্রীর সাথে কথা কাটাকাটি বা অশান্তি হতে পারে। নিজের মাথা ঠান্ডা রাখুন। নিজে থেকে স্ত্রীর সাথে সব ঝগড়া ঝামেলা মিটিয়ে নিন। একে অপরকে সময় দিন।