আজ ২৬শে আগস্ট, বুধবার। রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।
মেষঃ কোনো কারণে আজ কাছের মানুষদের সাথে মনোমালিন্য দেখা দিতে চলেছে। আলোচনা করে মিটিয়ে নিন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবৃষঃ পুরনো কোনো কৃতকর্মের জন্য আজ আপনি অনুশোচনা বোধ করতে পারেন। হতাশ না হয়ে জীবনে এগিয়ে চলুন।
মিথুনঃ কোনো বিশেষ ক্ষেত্রে আজ নির্ভীকতা প্রদর্শন করতে পারেন। যার ফলে সুনাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হবে।
কর্কটঃ শারীরিক দিক দিয়ে আজ মোটেই ভালো কাটবে না। উদরপীড়ায় কষ্ট পেতে পারেন। চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
সিংহঃ হঠাৎ করেই আজ আপনার জীবনে সাধুসঙ্গ লাভ হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। মানসিক দিক দিয়ে খুবই ভালো থাকবেন।
কন্যাঃ নিজের কাজে আজ আপনি কাছের মানুষের সুপরামর্শ লাভ করতে পারেন। ফলে সাফল্য লাভের সম্ভাবনা তৈরি হবে।
তুলাঃ আপনার কর্মক্ষেত্রে আজ আপনি কারোর সহায়তা লাভ করতে পারেন। ফলে মানসিক দিক দিয়ে খুবই ভালো থাকবেন।
বৃশ্চিকঃ বিশেষ কোনো কারণে আজ আপনার মধ্যে ইন্দ্রিয় সংযম দেখা দিতে চলেছে। সবমিলিয়ে দিনটি ভালোই কাটবে।
ধনুঃ পরোপকারের কারণে আজ আপনার প্রবল ক্ষতির সম্ভাবনা রয়েছে। পরোপকার থেকে নিজেকে বিরত রাখা জরুরি।
মকরঃ অর্থনৈতিক দিক দিয়ে আপনার বিশেষ ভালো সময় আসতে চলেছে। সঞ্চয় চিন্তা দেখা দিতে চলেছে।
কুম্ভঃ যারা অভিনয় জগতের সাথে যুক্ত তাদের জন্য আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে। শুভ সময় আসতে পারে।
মীনঃ হঠাৎ করেই আজ আপনি কোনো বিশেষ দ্রব্যাদি লাভ করতে পারেন। ফলে মানসিক দিক দিয়ে ভালো থাকার সম্ভাবনা বাড়বে।