জ্যোতিষ

Horoscope: আজ ২৪ শে আগস্ট, কোন কোন রাশির সময় ভালো যাবে না

×
Advertisement

আজ ২৪ শে আগস্ট (৭ই ভাদ্র) মঙ্গলবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি

Advertisements
Advertisement

মেষঃ আজ আপনি কোনো সত্যি কথা বললে শত্রু তৈরি হবে। আপনার উচিত কথাতে আপনার ক্ষতি হতে পারে। সাবধানে থাকুন। দিনটি বেশ সুখকর নয়।

Advertisements

বৃষঃ আজ আপনি ধর্ম চর্চায় আগ্রহ পেতে পারেন। মন দিয়ে ধর্ম কর্ম করুন। এই ব্যপারে চর্চায় বেশ আনন্দ পেতে পারেন। দিনটি বেশ ভালোই কাটবে।

Advertisements
Advertisement

মিথুনঃ আজ আপনার কোনো আত্মীয়ের সাথে পারিবারিক অশান্তি হতে পারে। মাথা ঠান্ডা রেখে সব অশান্তি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।

কর্কটঃ আজ আপনার সম্মান হানি হওয়ার সম্ভবনা রয়েছে। আপনার নিকট কোন ব্যক্তির দ্বারা আজ আপনি অকারণে অপমানিত হতে পারেন।

সিংহঃ আজ আপনার কোনো বিশেষ মেধা মানুষের সামনে প্রকাশ পেতে পারে। মন দিয়ে নিজের কাজ করুন। নিজের কার্যে সফলতা পেতে পারেন। দিনটি বেশ ভালোই যাবে।

কন্যাঃ আজ আপনি চাকরি ও ব্যাবসা উভয়ক্ষেত্রেই লাভের সম্মুখীন হবেন। মন দিয়ে নিজের কাজ করুন। নতুন ব্যাবসা শুরু করার জন্য দিনটি শুভ।দিনটি বেশ ভালোই কাটবে।

তুলাঃ আজ আপনি বুকের ব্যথায় ভুগতে পারে। শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে। কষ্ট পেলে ফেলে না রেখে ভালো কোথাও চিকিৎসা করান। নিজের প্রতি যত্নশীল হন।

বৃশ্চিকঃ আজ আপনি বড় কোনো কাজে সাফল্য নাও পেতে পারেন। সহজে ভেঙে পড়বেননা। মনে সাহস রেখে পুনরায় চেষ্টা করুন। দিনটি খুব একটা ভালো নয়।

ধনুঃ আজ আপনি কোনো কাজ করতে গিয়ে ব্যর্থ হতে পারেন। ভেঙ্গে না পড়ে নতুন করে চেষ্টা করুন। অহেতুক চিন্তা করবেন না।

মকরঃ আজ আপনার জলপথে বিপদের সম্ভাবনা আছে। আজ আপনি চোখ কান খোলা রেখে কাজ করুন। নিজের প্রতি যত্নশীল হন। দিনটি খুব একটা ভালো যাবেনা।

কুম্ভঃ আজ আপনার ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ কমতে পারে। অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। নিজের সঙ্গীকে পর্যাপ্ত সময় দিন। দাম্পত্য জীবনে বাধা আসতে পারে।

মীনঃ আজ আপনার যে কোনো কাজ করতে গেলে তাতেই অনীহা হবে। মাথা ঠান্ডা রাখুন ও মন শান্ত রাখুন। বেশী মাথার ওপর চাপ দেবেননা। আস্তে আস্তে কাজ করার চেষ্টা করুন।

Related Articles

Back to top button