Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আজ ২৪ শে এপ্রিল, জেনে নিন কোন রাশিতে কী সুফল আছে

আজ ২৪ শে এপ্রিল (১০ই বৈশাখ) শনিবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি। মেষঃ আজ আপনার অফিসে প্রমোশন হতে পারে। ব্যবসার কাজেও উন্নতি হতে পারে। মন দিয়ে নিজের…

Avatar

আজ ২৪ শে এপ্রিল (১০ই বৈশাখ) শনিবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।

মেষঃ আজ আপনার অফিসে প্রমোশন হতে পারে। ব্যবসার কাজেও উন্নতি হতে পারে। মন দিয়ে নিজের কাজ কর্ম করুন। অর্থনৈতিকভাবে উন্নতির যোগ রয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বৃষঃ পুরোনো কোনো আঘাত থেকে প্রাপ্ত ব্যথায় কষ্ট পেতে পারেন। নিজের শরীরের প্রতি যত্নশীল হন। কোনো ভারী কাজ করবেননা। ঠিক মতো ওষুধ খাবেন।

মিথুনঃ আজ সপরিবারে বাইরে ভ্রমণে ঘুরতে যেতে পারেন। ভালো করে ঘুরুন। বাইরে সকলে সাবধানে থাকবেন৷ বুঝে শুনে খরচ করবেন। দিনটি পরিবারের সাথে বেশ ভালোই কাটবে।

কর্কটঃ আজ আপনি অহেতুক খরচ করবেন না। আজ ধননাশ হওয়ার প্রবল সম্ভাবনা কাজেই লটারি, বাজি, জুয়াখেলা থেকে বিরত থাকুন।

সিংহঃ আজ আপনার কাজের জন্য সকলের কাছে মর্যাদা বাড়তে পারে। মাথা ঠান্ডা রেখে দেখে শুনে কাজ করুন। আজ দিনটি বেশ সুখকর হবে।

কন্যাঃ আজ আপনার কোনো খারাপ কাজের জন্য বিপুল অর্থ ফাইন দিতে হতে পারে। বাজে কাজ কর্ম থেকে নিজেকে বিরত থাকুন। নাহলে আপনারই ক্ষতি হতে পারে।

তুলাঃ চাকরি ও ব্যাবসা উভয়ক্ষেত্রেই লাভের সম্মুখীন হবেন। নতুন ব্যাবসা শুরু করার জন্য দিনটি শুভ। ভালো কাজের জন্য প্রশংসা পেতে পারেন।

বৃশ্চিকঃ আজ রাস্তায় আপনার সাথে কোনো পথ দুর্ঘটনা হতে পারে। দেখে শুনে রাস্তা ঘাট দিয়ে যাতায়াত করুন। চোখ কান খোলা রাখুন। দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে।

ধনুঃ আজ আপনার অশ্ব রোগে ভোগার সম্ভাবনা আছে। তেল মশলা যুক্ত খাবার খাবেননা। নিজের শরীরের প্রতি যত্নশীল হন। ভালো ডাক্তারের পরামর্শ নিন।

মকরঃ আজ আপনার অফিসে কাজের জন্য বেশ প্রশংসিত হবেন। মন দিয়ে নিজের কাজ কর্ম করুন। কাজে সাফল্য পেতে পারেন। দিনটি বেশ ভালোই কাটবে।

কুম্ভঃ আজ আপনি কোনো সত্যি কথা বললে শত্রু তৈরি হবে। আপনার উচিত কথাতে আপনার ক্ষতি হতে পারে। সাবধানে থাকুন। দিনটি বেশ সুখকর নয়।

মীনঃআজ আপনার স্ত্রী শারিরীক ভাবে অসুস্থ হতে পারন। ভালো ডাক্তারের কাছে চিকিৎসা করান। স্ত্রীর চিকিৎসায় বিপুল অর্থ খরচ হতে পারে। স্ত্রীর প্রতি যত্নশীল হন।

About Author