Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আজ ২৩ শে সেপ্টেম্বর, জানুন আজকের রাশিফল

সুপ্রভাত। দেখে নেওয়া যাক আজকে কোন রাশির মানুষের ভাগ্যে কী ঘটতে পারে। মেষ-- অযথা ভয় ও দুশ্চিন্তা আপনার খুশিকে বিঘ্নিত করতে পারে। আজ সম্পদ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা। বৃষ-- মন বেশ…

Avatar

সুপ্রভাত। দেখে নেওয়া যাক আজকে কোন রাশির মানুষের ভাগ্যে কী ঘটতে পারে।

মেষ– অযথা ভয় ও দুশ্চিন্তা আপনার খুশিকে বিঘ্নিত করতে পারে। আজ সম্পদ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বৃষ– মন বেশ টাটকা থাকবে, তবে কাজের চাপে মেজাজ কিছুটা বিগড়ে যেতে পারে। একটু আধটু বিশ্রাম নিয়ে কাজে লাগার প্রয়াস করুন। আজ বাড়িতে আত্মীয় সমাগম হতে পারে।

মিথুন– আজ কর্মক্ষেত্র থেকে একটু তাড়াতাড়ি ছুটি নিয়ে কিছুটা সময় রিলাক্স করুন, ক্লান্ত মন আনন্দ পাবে। বিশেষ ভোগবিলাস করে অযথা অর্থের ব্যয় না করাই ভালো।

কর্কট– আজ সারাদিন ভালো মন্দ মিশিয়ে মিশ্র ফল পেতে পারেন। তবে আপনি সম্পূর্ণ ইতিবাচক থেকে কাজ করে যান। কর্মক্ষেত্রে কোনো ভালো খবর পেতেও পারেন।

সিংহ– সমস্যা জীবনে থাকবেই। কিন্তু সেগুলোকে জটিল করে ভেবে নিলে মনকে দুর্বলই করবেন শুধু। অতএব অযথা ভাবা বন্ধ করুন, সমাধানের প্রয়াসী হন। রাস্তাঘাটে বিশেষ সতর্কতা অবলম্বন করুন।

কন্যা– ক্ষণিক আবেগের বশে এমন কোনো গুরু সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না যাতে আপনার পরিবারকে, বিশেষত সন্তানকে ভুগতে হয়। বিশেষ সতর্ক থাকুন, যাতে কোনোরকম মানসিক কি শারীরিক আঘাত পেতে না হয়।

তুলা– এমন ভাবনা পরিত্যাগ করুন, যা আপনার কোন প্রয়োজনেই আসবে না। অর্থ সঞ্চয়ের জন্য আজ ভালো দিন। কোথায় ভ্রমণের যোগ রয়েছে আজ।

বৃশ্চিক– শারীরিক বা মানসিক ভাবে স্থির হতে যোগ করতে পারেন। অর্থ সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে, যার সমাধান নিজেই পারবেন। কোনো ভালো কাজের সম্মান প্রাপ্তি রয়েছে।

ধনু– মন আজ বেশ উৎফুল্লই থাকবে। তবে পরিবারের সঙ্গে কোনো মতান্তরের প্রভাব পড়তে পারে, অবশ্য যদি আপনি তা গায়ে না মাখেন। বুঝে শুনে করলে বিনিয়োগের জন্য বিশেষ শুভ দিন আজ।

মকর– পড়ে থাকা দরকারি কাজগুলো শেষ করার জন্য আজকে উপযুক্ত দিন। কাউকে ঋণ দিতে গেলে লিখিত ভাবে দিন। কোনো সমস্যার সমাধান আজ পেতে পারেন।

কুম্ভ– শরীর সুস্থ রাখতে ফ্যাটজাতীয় খাবার আজ পরিত্যাগ করুন। অর্থ সঙ্কটে থাকলে আজ কিছু অর্থাগম হতে পারে। আজ লোকজনের সঙ্গে কোনো বিশেষ বিষয়ে আলোচনা, তর্ক কি কাউকে কোনো নির্দেশ বা উপদেশ দেওয়া থেকে বিরত থাকুন।

মীন– আপনার চেহারার খুশি অন্য কাউকে উৎসাহিত করবে। কোনো ভালো বন্ধুর থেকে ব্যবসায় উন্নতিলাভের পরামর্শ পেতে পারেন, যা উপকারে আসবে। কোনো কারণে কি অকারণে দুঃখ পেতে পারেন, কিন্তু আপনি নিজেকে সুখী রাখতে পারেন। সে ক্ষমতা আপনার রয়েছে।

About Author