আজ ২২শে জুলাই (৫ই শ্রাবণ) বৃহস্পতিবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।
মেষঃ আজ আপনার অফিসে কোনোরকম কর্ম বিভ্রাট দেখা দিতে পারে। মাথা ঠান্ডা রেখে কাজ করুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবৃষঃ আজ আপনার ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ কমতে পারে। অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। নিজের সঙ্গীকে পর্যাপ্ত সময় দিন। দাম্পত্য জীবনে বাধা আসতে পারে।
মিথুনঃ আজ আপনার নাম কোনো মামলা মোকর্দ্দমায় জড়িয়ে যেতে পারে। বিপুল পরিমাণে অর্থ খরচ হতে পারে। মন শক্ত রেখে কাজ করুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।
কর্কটঃ আজ আপনি অসৎসঙ্গের পাল্লায় পড়তে পারেন। দেখে শুনে বন্ধু নির্বাচন করুন। খারাপ কাজে আপনার বিপুল ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে।
সিংহঃ আজ আপনার রাজনীতিতে বেশ আগ্রহ হতে পারে। মন দিয়ে রাজনীতির কাজ কর্ম করুন। আজ আপনি রাজনৈতিক কার্যে বেশ সাফল্য পেতে পারেন। আজ দিনটি বেশ ভালোই কাটবে।
কন্যাঃ আজ আপনার কাছের কোনো মানুষের সাথে কোনো কিছু মতবিরোধ হতে পারে। মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন। সব অশান্তি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন।
তুলাঃ আজ আপনি হঠকারিতায় কোনো সিদ্ধান্ত নিতে পারেন। এতে কোনো বড় ক্ষতি হতে পারে। চোখ কান খোলা রেখে কাজ করুন।
বৃশ্চিকঃ আজ আপনার জন্য দিনটি বেশ সুখকর হবে। অনেক দিনের আশা পূরণ হতে পারে। ব্যবসায় গৃহে সর্বত্র শ্রীবৃদ্ধি ও সমৃদ্ধি হতে পার। জীবনে সুখ আসতে পারে।
ধনুঃ আজ আপনার কাছের কোনো বন্ধুর সাথে কোনো কিছু মতবিরোধ হতে পারে। মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন। সব অশান্তি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন।
মকরঃ আজ আপনার জন্য দিনটি খুব সুখকর। শেয়ার বাজারে বেশ নাম ডাক হবে। উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। মন দিয়ে নিজের কাজ করুন।
কুম্ভঃ আজ আপনার ব্যবসায়ে বিপুল ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। মন দিয়ে নিজের ব্যবসার কাজ করুন। আর্থিক সমস্যা দেখা দিতে পারে। ব্যবসার কাজেতে কাউকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করবেন না
মীনঃআজ কোনো কারণে আপনার মন চঞ্চল হতে পারে। কাছের মানুষকে কোনো কারণে খুব মিস করতে পারেন। মন শান্ত করতে প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করুন।