আজ ২২শে আগস্ট, শনিবার। রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।
মেষঃ হঠাৎ করেই আজ আপনার বৈষয়িক বিষয়ে দ্বন্দ্ব দেখা দিতে চলেছে। আলোচনা করে সমস্যার সমাধান করুন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবৃষঃ আজ আপনার বন্ধু দ্বারা ক্ষতি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সাবধানটা অবলম্বন করা একান্ত জরুরি।
মিথুনঃ কর্মস্থলে আজ আপনার জটিলতা দেখা দিতে চলেছে। হতাশ না হয়ে, সমস্যা সমাধানের চেষ্টা করুন।
কর্কটঃ হঠাৎ করেই আপনার জীবনে প্রেম প্রণয়ে বাধা আসতে পারে। কাছের মানুষদের সাথে আলোচনা করুন।
সিংহঃ অর্থনৈতিক দিক দিয়ে আজ আপনার বিশেষ ভাবে ভালো কাটবে। প্রতিপত্তি লাভ হতে চলেছে।
কন্যাঃ কোনো কারণে জীবন সঙ্গীর প্রতি আপনার অনুরাগ বৃদ্ধি পেতে পারে। কথা বলে সমস্যা মিটিয়ে নিন।
তুলাঃ কর্মক্ষেত্রে আজকের দিনটি আপনার বিশেষ ভাবে শুভ। কর্মে বিশেষ উন্নতি দেখা দিতে চলেছে।
বৃশ্চিকঃ আজ আপনার দিনটি কর্মক্ষেত্রে খুবই ভালো কাটবে। সুখকর বদলি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
ধনুঃ শারীরিক দিক দিয়ে আজ আপনার মোটেই ভালো কাটবে না। রক্তপাতের সম্ভাবনা তৈরি হতে পারে।
মকরঃ যারা পশুপালনের সাথে যুক্ত তাদের জন্য আজকের দিনটি খুবই ভালো কাটবে। বিশেষ লাভ ঘটবে।
কুম্ভঃ আজকের দিনটি আপনার জন্য শারীরিক দিক দিয়ে বিশেষ ভালো কাটবে না। রক্তে শর্করা বৃদ্ধি পেতে পারে।
মীনঃ মানসিক দিক দিয়ে আজ আপনার খুবই ভালো কাটতে পারে। মানসিক প্রফুল্লতা দেখা দিতে চলেছে।