জ্যোতিষ

Horoscope: আজ ২১ শে নভেম্বর, কোন কোন রাশিতে শুভ যোগ রয়েছে

Advertisement
Advertisement

আজ ২১ শে নভেম্বর (৪ঠা অগ্রহায়ণ) বুধবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি

Advertisement
Advertisement

মেষ (ARIES): আজ আপনি পুরোনো কোনো সমস্যায় সমাধান করতে পারে। মাথা ঠান্ডা রেখে সব সমস্যার সমাধান করার চেষ্টা করুন। মন দিয়ে কাজ করুন। দিনটি বেশ ভালোই যাবে।

Advertisement

বৃষ (TAURUS): আজ আপনার জন্য দিনটি বেশ সুখকর হবে। অনেক দিনের আশা পূরণ হতে পারে। ব্যবসায় গৃহে সর্বত্র শ্রীবৃদ্ধি ও সমৃদ্ধি হতে পার। জীবনে সুখ আসতে পারে।

Advertisement
Advertisement

মিথুন (GEMINI): আজ আপনার অফিসের কোনো বন্ধুর সাথে কোনো কিছু মতবিরোধ হতে পারে। মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন। সব অশান্তি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন।

কর্কট (CANCER): আজ আপনার ন্যর্যপ্রাপ্তিতে কোনো বাধা আসতে পারবেনা। বঞ্চিত নিজের জিনিস থেকে বাদ হওয়া। মন শক্ত করুন। মাথা ঠান্ডা রেখে কাজ করুন।

সিংহ (LEO) : আজ আপনার শিক্ষাক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে বেশ বড় বাধা আসতে পারে। ভেঙে পড়বেননা। মন দিয়ে নিজের পড়াশোনা করুন সাফল্য পাবেন।

কন্যা (VIRGO): আজ আপনার অফিসে কাজের জায়গায় দায়িত্ব বাড়তে পারে। মন দিয়ে নিজের কাজ করুন। কাজের পাশাপাশি নিজের প্রতি যত্নশীল হন। দিনটি বেশ ভালোই কাটবে।

তুলা (LIBRA): আজ আপনার নতুন বাড়িতে গৃহপ্রবেশ হবে। নতুন বাড়ি সাজানোর জন্য বেশ খরচ হতে পারে। বুঝে শুনে টাকা পয়সা খরচ করুন। দিনটি বেশ ভালোই কাটবে।

বৃশ্চিক (SCORPIO): আজ আপনি কারোর প্রতি খুব তাড়াতাড়ি রেগে যেতে পারেন। মাঝে মাঝে বোকা আচরণ করতে পারবেন। মাথা ঠান্ডা রেখে কাজ করুন। নিজেকে সময় দিন।

ধনু (SAGITTARIUS): আজ বিজ্ঞানীদের জন্য দিনটি বেশ শুভ। নতুন গবেষণার বিষয়ে সাফল্য পেতে পারেন। কোনো নতুন বিষয় নিয়ে গবেষণা করতে পারেন। মন দিয়ে কাজ করুন।

মকর (CAPRICORN): আজ আপনার মেজাজ বিগড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। বাকবিতন্ডায় না জড়িয়ে ঠান্ডা মেজাজে সমস্যার সমাধান করুন। কারোর প্রতি অভদ্র আচরণ করবেন না।

কুম্ভ (AQUARIUS): আজ আপনার কোনো শুভ কাজ বাকি থাকলে আজকেই করে নিন। বিয়ের জন্য তারিখ নির্ধারণ হতে পারে। দিনটি আজ বেশ ভালোই কাটবে।

মীন (PISCES):আজ আপনি না চাইতেও কাছের মানুষের কাছে অপ্রত্যাশিত কোনো পুরষ্কার পেতে পারেন। আজ আপনার দিনটি বেশ ভালোই কাটবে মনের মানুষের সাথে।

Advertisement

Related Articles

Back to top button