আজ ১৮ই জুলাই (১লা শ্রাবণ) রবিবার, রাশি অনুযায়ী জেনে নিন!
মেষঃ আজ আপনার ধন সম্পত্তি লাভ হওয়ার সম্ভাবনা আছে। নাম ডাক হতে পারে। যশ প্রতিপত্তি বেড়ে যাবে। মনে একদম হিংসে আনবেননা। দিনটি বেশ ভালোই যাবে।
বৃষঃ আজ আপনার কাছের কোনো প্রিয় মানুষের সাথে মনোমালিন্য বা ছোট কিছু নিয়ে সমস্যা দেখা দিতে পারে। মাথা ঠান্ডা রেখে সব ঝামেলা মিটিয়ে নিন।
মিথুনঃ আজ আপনার দিনটি বেশ ভালো। সঙ্গীত জগতে বেশ নাম ডাক হতে পারে। মন দিয়ে সঙ্গীত চর্চা করুন। প্রতিদিন নিয়ম করে গানের রেওয়াজ করুন।
কর্কটঃ আজ আপনার দিনটি বেশ শুভ। লটারির টিকিট কেটে থাকলে জিততে পারেন। লটারির অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা আছে। দিনটি বেশ ভালোই কাটবে।
সিংহঃ আজ আপনার জন্য শুভ সংবাদ আসতে পারে। নতুন চাকরির খোঁজ আসতে পারে।ভালো বিয়ের সমন্ধ আসতে পারে। দেখে শুনে সমন্ধ ঠিক করুন। দিনটি বেশ সুখকর।
কন্যাঃ আজ আপনার কোনো কারণে মেজাজ বিগড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। বাকবিতন্ডায় না জড়িয়ে ঠান্ডা মেজাজে সমস্যার সমাধান করুন। কারোর প্রতি অভদ্র আচরণ করবেন না।
তুলাঃ আজ দিনটি বেশ শুভ। আপনার সন্তানের কোনো কাজের জন্য আপনি গর্বিতবোধ করতে পারেন। সন্তানকে সময় কাটান। সন্তানের সাথে দিনটি বেশ ভালোই কাটবে।
বৃশ্চিকঃ আজ আপনি শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়তে পারে। নিজের প্রতি যত্নশীল হন। ভালো ডাক্তারের কাছে চিকিৎসা করান। চিকিৎসায় বেশ খরচ হতে পারে।
ধনুঃ আজ আপনার জন্য দিনটি বেশ সুখকর হবে। অনেক দিনের বাসনা পূরণ হতে পারে। ব্যবসায় গৃহে সর্বত্র শ্রীবৃদ্ধি ও সমৃদ্ধি হতে পার। জীবনে সুখ আসতে পারে।
মকরঃ আজ আপনি উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগতে পারেন। নিজের প্রতি যত্নশীল হন। অযথা বেশি চিন্তা করবেন না। প্রতিদিন সকালে একবার করে হাঁটতে বেরোবেন।
কুম্ভঃ আজ আপনার কোনো প্রতিবেশীর সাথে কোনো কারনে ঝামেলা হতে পারে। মাথা ঠান্ডা রেখে সব ঝগড়া ঝামেলা মিটিয়ে নিন। মন শান্ত রাখুন। দিনটি খুব একটা ভালো যাবে না।
মীনঃআজ আপনার কাছের কোনো বন্ধুর সাথে কোনো কিছু মতবিরোধ হতে পারে। মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন। সব অশান্তি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন।