Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Horosocpe: আজ ১৬ই নভেম্বর, কোন কোন রাশির সময় ভালো কাটবে না

আজ ১৬ই নভেম্বর (২৯ শে কার্তিক) মঙ্গলবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি মেষ (ARIES): আজ আপনার দিনটি খুব একটা সুখকর নয়। আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। বুঝে…

Avatar

By

আজ ১৬ই নভেম্বর (২৯ শে কার্তিক) মঙ্গলবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি

মেষ (ARIES): আজ আপনার দিনটি খুব একটা সুখকর নয়। আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। বুঝে শুনে টাকা খরচ করুন। দেখে শুনে টাকা ঋণ নিন। বেশি চিন্তা করবেননা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বৃষ (TAURUS): আজ আপনি নতুন চাকরির ইন্টারভিউতে সাফল্য পেতে পারেন। মন দিয়ে কাজ কর্ম করুন। নতুন কাজে ব্যস্ততা বাড়তে পারে। নতুন চাকরিতে পরিশ্রম করুন।

মিথুন (GEMINI): আজ আপনার যে কোনো কাজ করতে গেলে তাতেই অনীহা হবে। মাথা ঠান্ডা রাখুন ও মন শান্ত রাখুন। বেশী মাথার ওপর চাপ দেবেননা। আস্তে আস্তে কাজ করার চেষ্টা করুন।

কর্কট (CANCER): আজ আপনি এবং আপনার পরিবারের সুনাম নষ্ট হতে পারে কোনো ব্যক্তির জন্য। সাবধান হন। সবাইকে সব কিছু কথা বলবেন না। দেখে শুনে বন্ধু নির্বাচন করুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।

সিংহ (LEO): আজ আপনার অশ্ব রোগে ভোগার সম্ভাবনা আছে। তেল মশলা যুক্ত খাবার খাবেননা। নিজের শরীরের প্রতি যত্নশীল হন। ভালো ডাক্তারের পরামর্শ নিন।

কন্যা (VIRGO): আজ আপনি কোনো কারণে মানসিক আঘাত পেতে পারেন। অতৃপ্তি কিংবা অপূর্ণতা আপনার মনে হতাশা সৃষ্টি করতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটান।

তুলা (LIBRA): আজ আপনার রাজনীতিতে বেশ আগ্রহ হতে পারে। মন দিয়ে রাজনীতির কাজ কর্ম করুন। আজ আপনি রাজনৈতিক কার্যে বেশ সাফল্য পেতে পারেন। আজ দিনটি বেশ ভালোই কাটবে।

বৃশ্চিক (SCORPIO): আজ আপনাকে কোনো পশু কামড়াতে পারে। বিনা কারণে কোনো পশুকে জ্বালাবেন না। সাবধানে থাকুন। কোনো পশুর দংশন হলে ডাক্তারের কাছে চিকিৎসাধীন হতে হবে।

ধনু (SAGITTARIUS): আজ আপনার দিনটি বেশ সুখকর নয়। আয়ের থেকে সঞ্চয়ের কথা চিন্তা ভাবনা মাথায় আসতে পারে। বুঝে শুনে টাকা পয়সা খরচ করুন। ঋণ নেওয়ার সম্ভাবনা আছে।

মকর (CAPRICORN): আজ আপনার পৈতৃক সম্পত্তি লাভ হতে পারে। নাম ডাক হতে পারে। যশ প্রতিপত্তি বেড়ে যাবে। মনে হিংসে আনবেননা। দিনটি বেশ ভালোই যাবে।

কুম্ভ (AQUARIUS): আজ আপনার সন্তানের জন্য চিন্তায় থাকতে পারেন। কোনো বড় অসুখ হতে পারে। সন্তানের প্রতি যত্নশীল হন। ভালো ডাক্তারের কাছে চিকিৎসা করান। বেশি করে সময় দিন

মীন (PISCES): আজ আপনার বিদ্যুৎ থেকে কোনো বিপদ হতে পারে। চোখ কান খোলা রেখে কাজ করুন। জল হাত দিয়ে বিদ্যুতের কোনো কাজ করবেননা। সাবধানে থাকুন।

About Author