আজ ১৬ই আগস্ট, রবিবার। রাশি অনুযায়ী জেনে নিন নিজের রাশিফল সম্পর্কে।
মেষঃ হঠাৎ করেই আপনার মধ্যে চৌর্যভয় বৃদ্ধি পেতে পারে। অযথা চিন্তা না করে, সাবধানতা অবলম্বন করুন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবৃষঃ বিমান যাত্রায় আজ আপনার বিপদের সম্ভাবনা তৈরি হতে পারে। বিমানযাত্রা থেকে বিরত থাকুন।
মিথুনঃ কর্মক্ষেত্রে আজকের দিনটি আপনার বিশেষ ভালো কাটবে। খ্যাতি লাভ করার সুযোগ আসতে চলেছে।
কর্কটঃ কোনো বিশেষ কারণে পরিবারের সাথে বিরূপতা তৈরি হতে পারে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুন।
সিংহঃ অর্থনৈতিক দিক দিয়ে আজ মোটেই ভালো কাটবে না। অর্থদণ্ড দেখা দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
কন্যাঃ শারীরিক দিক দিয়ে আজকের দিনটি আপনার বিশেষ শুভ। অস্ত্রোপচারে সাফল্য লাভ করতে পারেন।
তুলাঃ আজকের দিনটি আপনার আর্থিক দিক দিয়ে খুব একটা ভালো কাটবে না। অর্থদণ্ড দেখা দিতে পারে।
বৃশ্চিকঃ কর্মক্ষেত্রে আজকের দিনটি আপনার খুবই ভালো কাটবে। সম্মান বৃদ্ধি পেতে পারে, ফলে মানসিক দিক দিয়েও ভালো থাকবেন।
ধনুঃ হঠাৎ করেই আজ আপনার ক্ষতির আশঙ্কা দেখা দিতে চলেছে। সাবধানতা অবলম্বন করা একান্ত জরুরি।
মকরঃ আজ আপনার মধ্যে পরিবারের প্রতি বিরুদ্ধাচারণ দেখা দিতে পারে। নিজেকে সংযত রাখার চেষ্টা করুন।
কুম্ভঃ কর্মক্ষেত্রে আজ আপনার বিশেষ ভাবে ভালো কাটবে। কর্মে সাফল্য লাভের প্রবল সম্ভাবনা রয়েছে।
মীনঃ নিজের কাজে আজ কাছের মানুষের সহায়তা লাভ করতে পারেন। ফলে সাফল্য লাভের সম্ভাবনা বৃদ্ধি পাবে।