Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Horoscope: আজ ১২ই সেপ্টম্বর, কোন কোন রাশিতে ক্ষতির সম্ভাবনা রয়েছে

আজ ১২ই সেপ্টম্বর (২৬শে ভাদ্র) রবিবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি মেষঃ আজ আপনি কোনো কারণে বদনাম হওয়ার সম্ভাবনা আছে। চোখ কান খোলা রেখে কাজ করুন। ভেঙে…

Avatar

By

আজ ১২ই সেপ্টম্বর (২৬শে ভাদ্র) রবিবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটিমেষঃ আজ আপনি কোনো কারণে বদনাম হওয়ার সম্ভাবনা আছে। চোখ কান খোলা রেখে কাজ করুন। ভেঙে পড়বেননা মন ও মাথা শান্ত রাখুন। মন ভালো করতে প্রতিদিন যোগাভ্যাস করুন।বৃষঃ আজ আপনার অফিসে কাজের চাপ বাড়তে পারে। আজ আপনি মানসিক অবসাদে ভুগতে পারেন। মন শান্ত রেখে প্রতিদিন যোগাভ্যাস করুন। নিজের খেয়াল রাখুন।মিথুনঃ আজ আপনার দিনটি বেশ ভালো। ভালো কাজের জন্য প্রবীণ মানুষের কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। ইতিবাচক ভাবনা চিন্তা নিয়ে সময় কাটান।কর্কটঃ আজ আপনার দিনটি বেশ সুখকর। কাজের জায়গায় প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে। আপনার ব্যবসায়ে উন্নতি হতে পারে। কাজের জায়গায় প্রশংসিত হতে পারেন।সিংহঃ আজ আপনি কোনো রাজনৈতিক বিবাদে জড়িয়ে যেতে পারেন। রাজনৈতিক মহল থেকে এড়িয়ে যেতে পারেন। মন দিয়ে কাজ করুন। দিনটি খুব একটা সুখকর হবেনা।কন্যাঃ আজ আপনার ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ বাড়তে পারে। সঙ্গীকে পর্যাপ্ত সময় দিন। দাম্পত্য সুখ সুখকর হবে। মনের মানুষের সাথে বেশ ভালো সময় কাটবে।তুলাঃ আজ আপনার কাছের কোনো মানুষ বিশ্বাসঘাতকতা করতে পারেন। দেখে শুনে বন্ধু করুন। সহজে সকলকে বিশ্বাস করবেননা। দিনটি খুব একটা ভালো যাবেনা।বৃশ্চিকঃআজ আপনি বাতের ব্যথায় কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে। প্রতিদিন সকালে হাঁটতে বেরোন। বাতের ব্যথার জন্য ভালো কোথাও চিকিৎসা করানধনুঃ আজ আপনি সাধারণ মানুষের হয়ে কাজ করবেন। জনসেবায় সারাদিন ব্যস্ত থাকবেন। মন দিয়ে নিজের কাজ করুন। পাশাপাশি নিজের খেয়াল রাখতে ভুলবেননা।মকরঃ আজ আপনি কোনো কারণে অসন্তুষ্ট থাকতে পারেন। বেশি চিন্তা ভাবনা না করে মাথা ঠান্ডা রাখুন। মন শান্ত রাখতে প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করুন।কুম্ভঃ আজ আপনি অন্যায় কিংবা অবিচারের শিকার হতে পারেন। ভাই-ভাই দ্বন্দ্ব কিংবা সম্পত্তি নিয়ে বোঝাপড়ার সঠিক দিন আজ নয়। সমস্যা দেখলে এড়িয়ে চলুন।মীনঃ আজ আপনার কোনো কাছের মানুষের সাথে কোনো কারণে দুরত্ব বৃদ্ধি হতে পারে। মন শান্ত করুন। ভেঙে পড়বেন না। মন ভালো করতে প্রতিদিন যোগাভ্যাস করুন।
About Author